Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হচ্ছেন আলিয়া, কাঁদছেন করণ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ জুলাই ২০২২ ২১:১৭

চলতি বছরের এপ্রিল মাসের ১৪ তারিখ বিয়ে করেন বলিউডের দুই তারকা আলিয়া ভাট ও রণবীর কাপুর। এই বিয়ে ছিল এ বছরে বলিউডের সবচেয়ে বড় ইভেন্টগুলির একটি। সেই বিয়ের আড়াই মাস যেতেই সুখবর- মা হতে চলেছেন আলিয়া ভাট। আর এই খবর শুনে নাকি কেঁদেছেন বলিউডের প্রযোজক-পরিচালক করণ জোহর।

উল্লেখ্য, করণ জোহর আর আলিয়া ভাটের সম্পর্ক বাবা-মেয়ের। করণের হাত ধরেই সিনেমায় নামেন আলিয়া। এরপর বারবার পাশে পেয়েছেন বলিউডের এই পরিচালককে। অভিনেত্রীর বিয়েতে যে ১-২জন তারকা উপস্থিত ছিল, তাদের মধ্যে ছিলেন করণ জোহরও। সম্প্রতি আলিয়ার মা হওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশের আগেই জানা ছিল করণের। আর সেটা জানার পর কী প্রতিক্রিয়া জানিয়েছিল করণ?

বিজ্ঞাপন
অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন এই কথা

অভিনেত্রী নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছিলেন এই কথা

সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে করণ জোহর জানিয়েছেন সেই মুহূর্তের কথা, যখন তিনি আলিয়ার মা হওয়ার কথা প্রথম জানতে চেয়েছিলেন। পরিচালক জানান, ‘আমি কেঁদে ফেলি। ও আমার অফিসে এসছিল। ও এসে আমাকে এই কথা বলল। আমার চোখ থেকে আপনা আপনি পানি বেরিয়ে এসেছিল। আলিয়া আসে আর আমাকে জড়িয়ে ধরে। আমার মনে আছে প্রথম যে কথাটা আমি বলেছিলাম তা হল, তোমার বেবি হতে চলেছে এটা আমার বিশ্বাসই হচ্ছে না।’

অভিনেত্রীর বিয়েতে যে ১-২জন তারকা উপস্থিত ছিল, তাদের মধ্যে ছিলেন করণ জোহরও

অভিনেত্রীর বিয়েতে যে ১-২জন তারকা উপস্থিত ছিল, তাদের মধ্যে ছিলেন করণ জোহরও

আলিয়ার মাতৃত্বের প্রসঙ্গে বলতে গিয়ে করণ আরও জানান, ‘ওটা আমার জন্য খুব ইমোশনাল একটা মুহূর্ত ছিল। এখনও তাই আছে। ওকে মেয়ে থেকে সফল অভিনেত্রী হয়ে উঠতে দেখেছি। এটা যেন তোমার বেবির বেবি হচ্ছে টাইপ ব্যাপার। ওকে নিয়ে আমার খুব গর্ব হয়। বাবা হওয়ার প্রথম অভিজ্ঞতা আমি ওর থেকেই পেয়েছি। ১৭ বছর বয়স যখন ওর, তখন আমার কাছে এসেছিল। আর এখন ও ২৯। ১২ বছরটা আমাদের দু’জনের কাছেই অভাবনীয় কেটেছে। আমার ওর সঙ্গে সম্পর্ক খুবই ভালো। ওর বাচ্চাকে কোলে নেওয়ার জন্য আর অপেক্ষা হচ্ছে না। নিজের সন্তানদের প্রথমবার খোলে নিয়ে যে অনুভূতি হয়েছিল, জানি এটাও তেমনই হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

আলিয়া ভাট করণ জোহর বিয়ের আড়াই মাসেই সুখবর- মা হচ্ছেন আলিয়া মা হচ্ছেন আলিয়া রণবীর কাপুর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর