Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুপার ফ্লপ কঙ্গনা, ‘ধাকড়’ বানিয়ে সর্বস্বান্ত প্রযোজক!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ জুলাই ২০২২ ২০:৪১

সব বিতর্ককে পাশে রেখে চতুর্থবারের মতো ভারতীয় চলচ্চিত্রের জাতীয় পুরস্কারটাও নিজের করে নিয়েছিলেন কঙ্গনা রানাওয়াত, প্রমাণ করেছিলেন তিনিই বলিউডের কুইন। কিন্তু, কী দুর্ভাগ্য! বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে ‘ধাকড়’। চূড়ান্ত ভাবে ফ্লপ তার সদ্য মুক্তিপ্রাপ্ত এই ছবি। এমন কী বলিউডের সেরা ফ্লপের তালিকায়ও তিনি। এবার শোনা যাচ্ছে, এই ছবির ব্যর্থতায় নাকি সর্বস্বান্ত প্রযোজক দীপক মুকুট। ধারদেনা শোধ করার জন্য বিক্রি করে দিয়েছেন তার সাধের অফিসটুকুও।

বিজ্ঞাপন

সত্যিই কি তাই? একটি ছবি না চলায় সবকিছু বিক্রি করার হাল হল বলিউডের এই নামী প্রযোজকের? সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমের কাছে এ বিষয়ে মুখ খুলেছেন দীপক। তিনি বললেন, ‘চারদিকে গুঞ্জন রটছে। এগুলো একদম বাজে কথা। বেশিরভাগ টাকাই আমি তুলে নিতে পেরেছি। সময়ের সঙ্গে বাকিটাও পারব।’

চূড়ান্ত ভাবে ফ্লপ কঙ্গনার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধাকড়’

চূড়ান্ত ভাবে ফ্লপ কঙ্গনার সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘ধাকড়’

কিন্তু সত্যিটা হলো, নারী কেন্দ্রিক সুপার-হিরো সিনেমার মধ্যে ‘ধাকড়’ অন্যতম বড় বাজেটের সিনেমা। ১০০ কোটি খরচ করে কঙ্গনা ও জন আব্রাহামকে নিয়ে এই ছবি বানানো হয়েছে। সেখানে এখনও ১০ কোটিও ঘরে তোলেনি কঙ্গনার এই সিনেমা। সঙ্গে বক্স অফিসে ‘ধাকড়’ যেভাবে মুখ থুবরে পড়েছে তা দেখে কোনও ওটিটি-ই এই ছবির সত্ত্ব কিনতে চাচ্ছেন না। এমনকী, কোনও স্যাটেলাইট চ্যানেলও নয়।

তবে ব্যবসা নিয়ে খুব একটা ভাবিত নন দীপক। অন্তত তেমনটাই বলছেন তিনি। তার কথায়, ‘আমরা আগ্রহ নিয়ে একটা ছবি তৈরি করেছি। ছবিটি খুব ভালো ভাবে বানানো হয়েছে। জানি না ভুলটা কোথায় হল। মানুষ কী দেখবেন বা দেখবেন না, সেটা তারা ঠিক করবেন। কিন্তু আমরা খুশি এ রকম একটি ছবি করে।’

সারাবাংলা/এএসজি

‘ধাকড়’ কঙ্গনা রানাওয়াত সর্বস্বান্ত প্রযোজক সুপার ফ্লপ কঙ্গনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর