Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড়ির মালিক সাফা কবির, ডেলিভারি বয় তৌসিফ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ২১:০০

এই শহরে খেটে খাওয়া ব্যাচেলরদের বাসা পাওয়া যেমন চ্যালেঞ্জ তেমনি ভালোবাসা পাওয়াটাও! আর এই দুটো ইস্যুতেই দারুণ সব বিপদে পড়ছেন এই গল্পের নায়ক তাসিন। যিনি এই শহরে ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন উদয়-অস্ত।

এমন চ্যালেঞ্জিং চরিত্রটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব। তার বিপরীতে বাড়িওয়ালার মেয়ের চরিত্রে আছেন সাফা কবির। আর তাদের নিয়ে এই গল্পটি রচনা ও নির্মাণ করেছেন হাসিন হোসাইন রাখি। নাটকের নাম ‘পিছলা’। সিনেমাটোগ্রাফিতে ছিলেন হাসান জুয়েল।

বিজ্ঞাপন

‘পিছলা’র বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন ফরহাত বাবু, আমানুল হক হেলাল, পাপিয়া প্রমুখ।

নির্মাতার ভাষ্যে, ‘নাটকের গল্পটি বেশ মজার। সঙ্গে থাকছে নাগরিক বাস্তবতাও। বিশেষ করে ব্যাচেলর জীবনের নানা ঘটনা উঠে আসবে এতে। আশা করছি দর্শকরা নিজেদের জীবনের গল্পের সঙ্গে মেলাতে পারবেন।’

প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আসছে ঈদে ‘পিছলা’ উন্মুক্ত হচ্ছে সিএমভি’র ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

তৌসিফ পিছলা সাফা কবির

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর