Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্সর পাচ্ছে ‘পরাণ’, মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা ‘সাইকো’র

আহমেদ জামান শিমুল
৩ জুলাই ২০২২ ২৩:০১

এবারের ঈদুল আযহায় মুক্তি পেতে যাচ্ছে তিনটি ছবি- ‘দিন দ্য ডে’, ‘পরাণ’ ও ‘সাইকো’। এর মধ্যে ‘দিন দ্য ডে’ ছবিটি সেন্সর ছাড়পত্র পেলেও এখন পর্যন্ত বাকি দুটি ছবি এখনও ছাড়পত্র পায়নি। তবে ‘পরাণ’ রোববার সন্ধ্যায় সেন্সর বোর্ড সদস্যরা দেখেছেন। ছবিটি ছাড়পত্র পেতে যাচ্ছে। অন্যদিকে মঙ্গলবার ‘সাইকো’ দেখবেন বোর্ড সদস্যরা।

সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল ইসলাম রোববার (৩ জুলাই) রাত সাড়ে ৯টায় সারাবাংলাকে বলেন, ‘আমরা আজকে (রোববার) ‘পরাণ’ দেখেছি। আগামীকাল বোর্ড চেয়ারম্যান স্যারসহ ছবিটি নিয়ে আলোচনা করবো। আজ বেশি রাত হয়ে যাওয়ায় আলোচনা হয়নি। তবে বলতে পারি কাটিং দেওয়ার মতো কোন কিছু আপাতত নেই। ছোট খাটো কিছু কারেকশন হয়তো আছে। সেগুলো আমরা সেন্সর সার্টিফিকেটে উল্লেখ করবো। প্রযোজক চাইলে ছবিটি ঈদে মুক্তি দিতে পারবেন আমরা ছাড়পত্র দেওয়ার পর।’

বিজ্ঞাপন

‘সাইকো’ নিয়ে বোর্ড সচিব জানান, ছবিটিতে বিদেশি লোকেশন ব্যবহার করা হয়েছে। যার কারণে তাদেরকে তথ্য মন্ত্রণালয়ে আইন অনুযায়ী অনুমতির জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা সে আবেদন অনুমোদন করিয়ে আনলেই আমরা ছবিটি দেখবো।

ছবিটির পরিচালক অনন্য মামুন অবশ্য সারাবাংলাকে বলেছেন, আমাদের অনুমতির কথা যেটা বলা হচ্ছে সেটা মূলত একটা গান নেপালে শুটিং করা হয়েছিল। আমরা ওই গানটি না রাখার চিন্তা করছি। কারণ ওই গানটি ছাড়া জমা দিলে মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার থাকবে না। আমরা আশা করছি আগামী মঙ্গলবার (৫ জুলাই) ছবিটি ছাড়পত্র পেয়ে যাবে।

‘সাইকো’ ছবির ‘তোর জন্য কত মায়ারে’ শিরোনামের গানটি নেপালে শুটিং হয়েছিল।

রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’-এ অভিনয় করেছেন শরিফুল রাজ, মিম ও ইয়াশ রোহান। অন্যদিকে ‘সাইকো’-তে অভিনয় করেছেন পূজা চেরী, রোশান ও রিও।

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

অনন্য মামুন ঈদের ছবি ২০২২ পরাণ রায়হান রাফি সাইকো

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর