Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু কোরবানি নিয়ে বিপাকে তৌসিফ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১৮:২১

যে কোনও ঈদে অসংখ্য নাটক-সিনেমা-গান প্রকাশ হলেও সেগুলোতে আসলে এই উৎসবটিকে ঘিরে তেমন কোনও গল্প পাওয়া যায় না। সে ক্ষেত্রে আসছে ঈদে ব্যতিক্রম ঘটাচ্ছেন এই প্রজন্মের দুই জনপ্রিয় তারকা তৌসিফ মাহবুব ও কেয়া পায়েল।

এ দু’জনকে নিয়ে মুহাম্মদ মিফতা আনান নির্মাণ করেছেন ‘জান কোরবান’ নামের একটি নাটক। সিএমভির ব্যানারে নির্মিত এই নাটকটিতে উঠে আসছে কোরবানির ঈদের দিনের মজার গল্প। যে গল্পে থাকছে সরাসরি গরু কোরবানির প্রসঙ্গটিও।

বিজ্ঞাপন

নাটকটির প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘এই গল্পটির ভেতর যেমন বাস্তবতা রয়েছে তেমনি মজাও থাকছে। কোরবানির ঈদের দিন একটি পরিবারের গরু কোরবানি নিয়ে দারুণ কিছু ঘটনা ঘটবে এতে। দেখা যাবে কোরবানি দিতে গিয়ে বিপাকে পড়েন তৌসিফ। এর সঙ্গে থাকছে প্রেমও। আশা করছি দর্শকরা এই নাটকটিতে ভিন্ন স্বাদ পাবেন।’

সিএমভি জানায়, ‘জান কোরবান’ আসছে ঈদে উন্মুক্ত হচ্ছে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

সারাবাংলা/এজেডএস

জান কোরবান তৌসিফ মুহাম্মদ মিফতা আনান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর