Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাড়ে ৪ কোটি ঘণ্টা ধরে চলছে রাজামৌলীর ‘আরআরআর’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৫ জুন ২০২২ ১৪:১০

বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে এসএস রাজামৌলীর ‘আরআরআর’। শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চরমে বাহুবলী পরিচালকের এই ছবি। আর সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল রাজামৌলি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন দুই বলি তারকা আলিয়া ভাট ও অজয় দেবগণ। রাজামৌলীর এই ছবি এবার অন্য এক রেকর্ড গড়ল। এখনও পর্যন্ত যত ভারতীয় ছবি নেটফ্লিক্সে রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে চলেছে ‘আরআরআর’।

বিজ্ঞাপন
রাজামৌলীর এই ছবি এবার অন্য এক রেকর্ড গড়ল

রাজামৌলীর এই ছবি এবার অন্য এক রেকর্ড গড়ল

কোন ছবি সবচেয়ে বেশি সময় দেখা হয়েছে, সেটির উপর ভিত্তি করেই নেটফ্লিক্স জানিয়েছে তাদের হিসাবে সবচেয়ে জনপ্রিয় ভারতীয় ছবির নাম ‘আরআরআর’। এখনও পর্যন্ত যত ভারতীয় ছবি এই প্লাটফর্মটিতে রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি সময় ধরে চলেছে ‘আরআরআর’। যত দর্শক এই ছবি দেখেছেন, তাদের সকলের সময় যোগ করলে, যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তা রীতিমতো ঈর্ষণীয়। দেখা গিয়েছে, প্রায় সাড়ে ৪ কোটি ঘণ্টা চলেছে ছবিটি। এবং এখানেই থেমে যাচ্ছে না। এখনও বিপুল মানুষ দেখে চলেছেন এই সিনেমা। নেটফ্লিক্সের পক্ষে থেকে বলা হয়েছে, হিন্দি ‘আরআরআর’ এই ওটিটি মাধ্যমে থাকা অন্য সব ভারতীয় সিনেমাকে পিছিয়ে দিয়েছে জনপ্রিয়তার নিরিখে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

আরআরআর এস এস রাজামৌলী নেটফ্লিক্স রাজামৌলীর ‘আরআরআর’ সাড়ে ৪ কোটি ঘণ্টা ধরে চলছে রাজামৌলীর ‘আরআরআর’

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর