Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতু নিয়ে সিনেমা

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২০ জুন ২০২২ ১৪:৫৮ | আপডেট: ২০ জুন ২০২২ ১৫:০২

পদ্মা সেতু এদেশের মানুষের জন্য এক আবেগের নাম। অনেক উড়াই উত্তরায় পেরিয়ে ২৫ জুন উদ্বোধন হতে যাচ্ছে সেতুটি। এ সেতু চালুর পর দেশের জিডিপি বাড়বে ১ দশমিক ২ শতাংশ বাড়বে। এর উদ্বোধনকে ঘিরে চলছে নানা আয়োজন। এরই মাঝে জানা গেলে সিনেমা নির্মাণের খবর।

যার নাম ‘পদ্মার বুকে স্বপ্নের সেতু’। এটি পরিচালনা করেছেন আলী আজাদ। এরই মধ্যে সিনেমাটির শুটিং সম্পন্ন হয়েছে, চলছে সম্পাদনার কাজ।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু জন, অলিভিয়া মাইশা, রায়হান মুজিব, হিমেল রাজ, খুকু, আনোয়ার সিরাজী, শান্তা পাল প্রমুখ।

সিনেমাটি প্রসঙ্গে পরিচালক আলী আজাদ বলেন, ‘পদ্মা সেতু আমাদের মর্যাদার প্রতীক, আত্মসম্মানের প্রতীক, কারও কাছে মাথা নত না করে মাথা উঁচু করার প্রতীক। পদ্মা সেতুকে নিয়ে আমরা প্রত্যয় এবং অহংকারের একটি গল্প বলতে চেয়েছি। আশা করি দর্শক নিরাশ হবেন না। ’

সিনেমাটির কাহিনী, সংলাপ, চিত্রনাট্য পরিচালকের নিজের। পুরো সিনেমার শুটিং হয়েছে পদ্মা সেতু এলাকায়। নির্মিত হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা টকিজের ব্যানারে। এটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

পরিচালক জানান, চলতি মাসে সিনেমাটি সেন্সরে জমা পড়বে।

সারাবাংলা/এজেডএস

পদ্মা সেতু পদ্মার বুকে স্বপ্নের সেতু সিনেমা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর