Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাকরির ব্যস্ততা, তাই নেই মিথিলা

আহমেদ জামান শিমুল
১৬ জুন ২০২২ ১৬:৩৭

ছোটপর্দায় এক যুগের বেশি সময় ধরে কাজ করছেন অভিনেত্রী মিথিলা। প্রশংসিত বহু নাটকে অভিনয় করেছেন তিনি। তৈরি হয়েছে বিশাল ভক্ত শ্রেণী। তাই যখন তার প্রথম ছবি মুক্তি পায় তখন তিনি না থাকলে প্রশ্ন উঠে, কেন নেই মিথিলা। অবশ্য এর জবাব দিয়েছেন তিনি তার প্রথম ছবি ‘অমানুষ’-এর পরিচালক অনন্য মামুন।

জানা গেছে, চাকরির ব্যস্ততার কারণে নিজের প্রথম ছবি মুক্তির সময় থাকতে পারছেন না মিথিলা। তিনি আগামী ১৭ জুলাই পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দেশ কেনিয়া ও তানজিনিয়ায় অবস্থান করবেন। তাই পেশাগত বাধ্যবাধকতার কারণে থাকছেন না তিনি।

বিজ্ঞাপন

মিথিলা বলেন, আমার খুবই মন খারাপ যে আমি অমানুষের প্রচারণায় থাকতে পারছি না। আপনারা সবাই জানেন আমার প্রথম ছবি ‘অমানুষ’ মুক্তি পাচ্ছে ১৭ জুন। আমি প্রিমিয়ারে থাকতে পারছি না, এজন্য মনটা খুব খারাপ। কারণ, আমি এই মুহূর্তে অনেক দূরে আছি, দেশ থেকে। আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো, আপনারা হলে আসুন, ছবিটি দেখুন। আমার অফিসিয়াল দায়িত্ব না থাকলে অবশ্যই আমি থাকতাম।

‘অমানুষ’ পরিচালক অনন্য মামুন অবশ্য মিথিলা না থাকার দোষ নিজের ঘাড়ে নিলেন। তিনি বলেন, করোনাসহ বেশ কিছু কারণে আমরা ছবিটি মুক্তির তারিখ ঠিক করতে পারছিলাম না। আপু কিন্তু আমাদেরকে পর্যাপ্ত সময় দিয়েছেন শুটিংয়ে। অনেক বেশি সহায়তাও করেছেন কাজ করার সময়। আমরা টানা শুটিং করেছি, কখনও তাকে দেখি নাই ক্লান্ত হতে। ওনার চাকরির বিষয়টি উনি আগেই আমাদেরকে জানিয়ে রেখেছিলেন। বলেছিলেন জুন মাসে মুক্তি দিলে ওনার পক্ষে থাকা সম্ভব হবে না। তবে উনি প্রতিনিয়তই ওনার ফেসবুক পেইজে এ নিয়ে পোস্ট দিচ্ছেন। ভিডিও বার্তা দরকার হলে সেটাও দিচ্ছেন।

বিজ্ঞাপন

ব্র্যাক ইন্টারন্যাশনালের আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের প্রধান হিসেবে কর্মরত আছেন মিথিলা। যার কারণে তিনি শুধু ‘অমানুষ’ নয় কলকাতায় একইদিন (১৭ জুন) মুক্তি পেতে যাওয়া ‘আয় খুকু আয়’ ছবির প্রচারণাও থাকতে পারছেন না। ছবিটিতে তিনি একটি অতিথি চরিত্রে অভিনয় করছেন।

‘অমানুষ’-এ মিথিলার বিপরীতে আছেন নিরব। প্রযোজনা করেছে অ্যাকশন কাট ইন্টারন্যাশনাল।

সারাবাংলা/এজেডএস

অমানুষ কেন নেই মিথিলা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর