Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওপার বাংলায় ‘খেলাঘর’ সাজাবে এপার বাংলার ‘কথাসুন্দর’

আশীষ সেনগুপ্ত
১৫ জুন ২০২২ ২২:২১ | আপডেট: ১৫ জুন ২০২২ ২২:৪৪

‘কথাসুন্দর’ নাট্যদল— চট্টগ্রামের নাট্যাঙ্গনেই যাদের পদচারনা। ‘পৃথিবীর যা কিছু সুন্দর ও মহান, তা আমরা অকুণ্ঠচিত্তে গ্রহণ করার পক্ষপাতী, যদি কিছু দেবার থাকে তা অকৃপণ ভাবে দিতে চাই’— এই প্রত্যয়ে সমস্ত সংকীর্ণতার উর্ধে উঠে এবং বিশুদ্ধ শিল্পচর্চার মধ্য দিয়ে ২০১৯ সালে যাত্রা শুরু করেছিল এই দলটি। মূলত নাট্যকলা বিভাগের শিক্ষার্থীদের মনেপ্রাণে নাট্যকর্মী হিসেবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে গঠিত হয় এই নাট্যসংগঠন। আর স্বপ্নের কাণ্ডারি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া।

বিজ্ঞাপন

২০১৯ সালের ১৬ অক্টোবর মঞ্চে আসে তাদের প্রথম প্রযোজনা ‘খেলাঘর’। হেনরিক ইবসেন-এর ‘আ ডলস হাউজ’ অবলম্বনে নাটকটির সম্পাদনা, মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন ড. কুন্তল বড়ুয়া। এরইমধ্যে ‘খেলাঘর’ নাটকটি দিয়ে নাট্যামোদী মহলে প্রশংসা অর্জন করতে সক্ষম হয় ‘কথাসুন্দর’। দেশের নাট্যমঞ্চে বেশ কয়েকটি সফল মঞ্চায়ন হতে না হতেই এই নাটকটি এবার মঞ্চায়িত হতে যাচ্ছে ওপার বাংলার নাট্যাঙ্গনে। পশ্চিমবঙ্গে নাট্যোৎসবে অংশগ্রহণের জন্য আমন্ত্রিত হয়ে ‘খেলাঘর’ নাটকটির পরপর তিনটি মঞ্চায়ন করবে ‘কথাসুন্দর’ নাট্যদল। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের ‘খড়দহ’ আর্টিস্ট গ্রুপের আয়োজনে ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’, ‘বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী’ এবং ‘ভারত বাংলাদেশ মৈত্রী নাট্যৎসব ২০২২’ উদযাপন।

‘খেলাঘর’ নাটক প্রসঙ্গে নাটকের নির্দেশক ড. কুন্তল বড়ুয়া বলেন, ‘এই নাটকে প্রাধান্য পেয়েছে নারীর সম্মান। পুরুষের মতোই তারও যে সসম্মানে বাঁচার অধিকার- সেটাকেই তুলে ধরা হয়েছে। শুধু নারীর স্বাধীনতা নয়, বরঞ্চ একজন নারীর লড়াইয়ের প্রেরণা যোগানোটাই মুখ্য। যেটা আজকের সামাজিক প্রেক্ষাপটে খুবই জরুরী। ইবসেন এই নাটক লিখেছিলেন আজ থেকে ১৪৩ বছর আগে। কিন্তু এখনও সেটা সমসাময়িক। সেই সময়টাতে নারীরা যেভাবে বঞ্চিত হয়েছিলেন, নিগৃহীত হয়েছিলেন— এখনও আমাদের সমাজে নারীদের একইভাবে বঞ্চিত ও নিগৃহীত হতে হচ্ছে।’

কুন্তল বড়ুয়া আরও বলেন, “পুরুষতান্ত্রিক এই সমাজে নারীরে যে মাথা তুলে দাঁড়াবার সাহস সঞ্চয় করছে, সেটাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। আমি এখানে মূল গল্পটাকে ঠিক রেখে আজকের প্রেক্ষাপটে নারী স্বাধীনতার ম্যাসেজটা সমাজে পৌঁছানোর চেষ্টা করেছি। নাটকের মুখ্য চরিত্র ‘নোরা’কে উপস্থাপন করেছি একেবারে সমকালীন ভাবে।” নাটকটি ১৯ জুন (রোববার) খড়দহে, ২১ জুন (মঙ্গলবার) গিরীশ মঞ্চে এবং ২৩ জুন (বৃহস্পতিবার) মেদিনীপুরে মঞ্চায়িত হবে বলেও জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

ড. কুন্তল বড়ুয়ার সম্পাদনা, মঞ্চ পরিকল্পনা ও নির্দেশনায় ‘খেলাঘর’ নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুন নাঈম মুক্তা, ইউনুস রানা, হিমাদ্রি শেখর রায়, সানজিদা আমিন, আহাদ নূর ফকির। আলোক পরিকল্পনায় সুদীপ সান্যাল (কোলকাতা), আবহ পরিকল্পনায় দেবাশীষ রায়, শব্দ প্রক্ষেপণে সুমেধ বড়ুয়া ও সাথী চক্রবর্তী, প্রযোজনা সহযোগিতায় সুবীর মহাজন ও মামুনুল হক এবং সহযোগিতায় দুলাল দাশগুপ্ত, সঞ্জিত কুমার দেয় ও অভ্র বড়ুয়া।

সারাবাংলা/এএসজি

ওপার বাংলায় ‘খেলাঘর’ সাজাবে এপার বাংলার ‘কথাসুন্দর’ কথাসুন্দর খেলাঘর ড. কুন্তল বড়ুয়া

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর