Monday 20 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্তর্জালে হাবিবের ‘ঝড়’


২০ এপ্রিল ২০১৮ ১২:২৪ | আপডেট: ২০ এপ্রিল ২০১৮ ১৪:৩৩

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

‘ঝড়’-এর প্রস্তুতি ছিল বেশ কিছুদিন আগেই। ঝড় যে উঠবে তার পূর্বাভাসও দিয়েছিলেন অনেকে। সেই ঝড় এবার উঠেছে। হ্যাঁ, সেই ঝড় চলছে অন্তর্জালে। দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ওয়াহিদের নতুন গান ‘ঝড়’। শ্রোতা দর্শকরা চাইলেই এখন গানটি দেখতে পাবেন অনলাইনে।

গানের মিউজিক ভিডিও তৈরি হওয়ার সময় থেকেই গানটি নিয়ে আগ্রহ তৈরি হয় দর্শক-শ্রোতাদের। প্রথমত, হাবিব ওয়াহিদের নতুন গান নিয়ে আগ্রহ ছিল শ্রোতাদের। দ্বিতীয়ত, মিউজিক ভিডিওটিতে একদম নতুন লুকে হাজির হওয়ার কথা ছিল হাবিব ওয়াহিদের। তাই হলো, ১৯ এপ্রিল, বৃহস্পতিবার প্রকাশিত গানে হাবিবকে দেখা গেলো কিছুটা নেতিবাচক চরিত্রে। এতে তার বিপরীতে আছেন মডেল শার্লিনা।

এখানেই শেষ নয়। ভিডিওতে হাবিব ছাড়াও অভিনয় করেছেন তার বাবা ফেরদৌস ওয়াহিদ। বন্দুক হাতে দেখা গেছে সংগীতশিল্পী অদিতকে। আর অতিথি চরিত্রে অভিনয় করেছেন সংগীতশিল্পী প্রীতম হাসান ও তৌফিক আহমেদ। সবার উপস্থিতির কারণেই ভিডিওটি বিশেষ হয়ে উঠেছে দর্শক-শ্রোতাদের কাছে।

‘ঝড়’ গানটির মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু। সুহৃদ সুফিয়ানের কথায় গানের সুর, সংগীত ও সংগীতায়োজন করেছেন হাবিব নিজেই। গানচিলের ইউটিউব চ্যানেলে পাওয়া যাচ্ছে গানটি।

সারাবাংলা/পিএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর