জায়েদ খান আমার পরিবারের কাছে জিরো— বললেন মৌসুমী সানীর ছেলে
১৩ জুন ২০২২ ১৯:৪৬ | আপডেট: ১৩ জুন ২০২২ ২১:৩০
জায়েদ-সানী ইস্যুতে মৌসুমী ও ওমর সানীর ছেলে ফারদিন এহসান স্বাধীন মুখ খুলেছেন। এ নিয়ে কথা বলেছেন সারাবাংলার সঙ্গে। জানিয়েছেন, তার পরিবারের কাছে জায়েদ খানের কোন দাম নেই।
ফারদিন সারাবাংলাকে বলেন, ‘জায়েদ খান আমার পরিবারের কাছ জিরো। সে কী বললো বা করলো তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না। আমাদের পরিবার আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’
জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ আপনার মা মৌসুমীকে বিরক্ত করার। এ ব্যাপারে আপনার বাবা ওমর সানী শিল্পী সমিতিতে লিখিত অভিযোগ জমাও দিয়েছেন।
‘ওনার (জায়েদ খান) দ্বারা সব কিছুই করা সম্ভব। যত অভিযোগ আছে সবই ওনার দ্বারা করা সম্ভব। উনি কী করতে পারেন একজন রিক্সাওলাও জানেন। আমার বাবা যেটা করেছেন, ওনাকে পাললিকলি ইয়ে… শাসন করছেন। করতেই পারেন। এখন আমার চেয়ে ১৫ থেকে ২০ বছরের বড় ভাই, আমার একটা বেয়াদবির জন্য যদি থাপ্পড় দেয়… সে জন্য পিস্তল বের করে যা বলেছে তা কি বলতে পারে। আমি হয়তো এভাবে বলতাম না। আমার পরিবার আমাকে ওইভাবে শিক্ষা দেয় নাই। উনি হয়তো বলেছেন, কারণ ওনার পারিবারিক শিক্ষাটা ওইভাবে’,— বলেন ফারদিন।
কিন্তু আপনার মা তো এ ব্যাপারে আপনার বাবার বিরুদ্ধে কথা বলেছেন। এমন প্রশ্নে ফারদিন বলেন, ‘যতটা বড় করে জিনিসটা দেখা হচ্ছে, ততটা বড় এটা না। তাদের মধ্যে কোনো ইস্যুজ থাকলে সেটা তাদের মধ্যেই সমাধান হয়ে যাবে। সেখানে বাবাকে কেন্দ্র করে যদি বলে থাকে, তাহলে সেটা রাগ থেকেই হয়তো বলেছে।’
ফারদিন বলেন, ‘আমি মাকে জিজ্ঞেস করেছিলাম ব্যাপারটা নিয়ে। মা বললেন, ঘরের মধ্যে অনেক কিছু নিয়েই মনোমালিন্য থাকে। ছোট বিষয়, বড় বিষয় নিয়ে ইস্যু তৈরি হয়। আম্মু আমাকে আরও বলেছে, এটা যেন আরও বড় করে না হয় সে জন্যই এটা করেছি। যা সমস্যা হবে ঘরে, যা সমাধান হবে তাও ঘরে।’
সারাবাংলা/এজেডএস