Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জায়েদের এখানে খুব একটা দোষ খুঁজে পাচ্ছি না: মৌসুমী

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২২ ১৫:৫৬

জায়েদ খান মৌসুমীকে বিরক্ত করছেন কয়েক মাস যাবত। এমন অভিযোগে শুক্রবার (১০ জুন) রাতে ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে জায়েদ খানের গালে চড় বসিয়ে দেন ওমর সানী। এর বিপরীতে সানীকে পিস্তল দেখিয়ে গুলি করার হুমকি দেন জায়েদ। খবরটি নিয়ে রোববার (১২ জুন) সারাদিন সরগরম ছিল ঢালিউড ইন্ডাস্ট্রি। কিন্তু পুরো ঘটনায় স্বামী ওমর সানীর পক্ষে কথা না বলে মৌসুমী বললেন ‘ছোট ভাই’ জায়েদের পক্ষে।

আমেরিকা থেকে গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় মৌসুমী বলেন, ‘আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না। আমি জায়েদকে অনেক শ্রদ্ধা করি ও আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের রিলেশন, সেটা খুবই ভালো একটা রিলেশন। সেখানে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।’

বিজ্ঞাপন

জায়েদ খানকে নিয়ে মৌসুমী বলেন, ‘ওর (জায়েদ খান) মধ্যে এই ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার মতো মনমানসিকতা দেখিনি। তারপরও বলব ও অনেক ভালো ছেলে। সে কখনই আমাকে অসম্মান করেনি। কেন এই কথাটা বারবার আসছে প্রত্যেকটা জায়গায়, সে আমাকে বিরক্ত করছে, সে আমাকে উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমার আসলে… জানি না কেন এমন হচ্ছে, এটা হওয়া উচিত না।’

‘এটা যদিও আমাদের একান্তই ব্যক্তিগত সমস্যা, সেই সমস্যা আমাদের পারিবারিকভাবে সমাধান করা উচিত ছিল। সে ক্ষেত্রে আমি মনে করি জায়েদের এখানে খুব একটা দোষ খুঁজে পাচ্ছি না।’

জায়েদ খানকে নিয়ে এত কথা, অভিযোগ জানানোয় ওমর সানীর উপর কিছুটা ক্ষিপ্ত মৌসুমী। তিনি বলেন, ‘আমাকে ছোট করার মাধ্যমে, যাকে আমরা অনেক শ্রদ্ধা করি ওমর সানী, তিনি এখন কেন এত আনন্দ পাচ্ছেন সেটা আমি বুঝতে পারছি না। আমার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমার সঙ্গে সমাধান করবে, সেটাই আমি আশা করি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এজেডএস

জায়েদ খান ভালো ছেলে জায়েদ মৌসুমী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর