Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিয়াম-শাকিলা: ‘ধোকাবাজ’ দুই বন্ধু

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১১ জুন ২০২২ ১৮:১৬

অভিনেতা সিয়াম নাসির ও মডেল শাকিলা পারভীন। তারা দু’জন বেশ ভালো বন্ধুও বটে। দ্বিতীয়বারের মতো দুই বন্ধু আবারো একসঙ্গে একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘ধোঁকাবাজ’। এটি নির্মাণ করেছেন হারুন রুশো। এরইমধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। বিদেশী মানুষদের নানান ধরনের ট্র্যাপে ফেলানো নিয়েই এই নাটকের গল্প। এর আগে সিয়াম ও শাকিলা ২০২০-এ রিফাত আদনান পাপনের পরিচালনায় ‘লাল ডা না কালা ডা’ নাটকে অভিনয় করেছিলেন।

বিজ্ঞাপন

এই নাটক প্রসঙ্গে সিয়াম নাসির বলেন, ‘আমি আর শাকিলা খুব ভালো বন্ধু। শাকিলা একজন ডেডিকেটেড-ভালো অভিনেত্রী। আশা করছি এই নাটকটিও দর্শকের ভালোলাগবে।’ শাকিলা বলেন, ‘সিয়ামের সঙ্গে অনেকদিন পর কাজ হলো। সিয়ামও এই সময়ে অভিনয়ে বেশ ভালো করছে। এই নাটকের গল্পে সিয়াম আমার বন্ধু, বাস্তব জীবনেও বন্ধু। নাটকের গল্পটা একটু অন্যরকম। কাজ করে ভালোই লেগেছে।’ আগামী ইদেই নাটকটি প্রচারিত হবে।

সারাবাংলা/এএসজি

শাকিলা পারভীন সিয়াম নাসির সিয়াম-শাকিলা: ‘ধোকাবাজ’ দুই বন্ধু

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর