Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গল্পটা মানসিক হাসপাতালের পাঁচ রোগী ও এক ডাক্তারের

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৯ জুন ২০২২ ১৯:৪০

একটি মানসিক হাসপাতালের পাঁচজন রোগী, এক ডাক্তার এবং সেবিকার মনস্তাত্তি¡ক ও সামাজিক দ্বন্দ্ব নিয়ে নাটক ‘ওয়ার্ড নং সিক্স’। রাশিয়ান নাট্যকার আন্তন চেখভ রচিত এই নাটকটি প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনের জুন মাসের বিশ্ব নাটক পর্বে।

মিরন মহিউদ্দিনের ভাবানুবাদ ও টিভি নাট্যরূপে নির্মিত এ নাটকটি প্রযোজনা করেছেন বিটিভির অনুষ্ঠান অধ্যক্ষ মোঃ ঈমাম হোসাইন। নাটকের শুরুতে মুখবন্ধ দিয়েছেন মঞ্চসারথি আতাউর রহমান।

বিজ্ঞাপন

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সমু চৌধুরী, আরমান পারভেজ মুরাদ, অনন্ত হীরা, শাহানা সুমি, খলিল রহমান কাদরী, সমাপ্তি মাসুক, দিলু মজুমদার প্রমুখ। ‘ওয়ার্ড নং সিক্স’ নাটকটি প্রচারিত হবে ১০ জুন শুক্রবার রাত ৯টায় বিটিভিতে।

সারাবাংলা/এজেডএস

ওয়ার্ড নং সিক্স