Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অতীত নিয়ে ‘আতঙ্কে’ সানি লিওনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৮ জুন ২০২২ ২১:১৮ | আপডেট: ৮ জুন ২০২২ ২২:০৬

টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস’-এর হাত ধরে পরিচিতি পেলেও পর্ন তারকা হিসাবেও জনপ্রিয়তা কম ছিল না সানি লিওনির। ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ তার। পরপর কয়েকটি বলিউড ছবিতে অভিনয় করার পর্ন-তারকার ভূমিকা থেকে ধীরে ধীরে অভিনেত্রী হয়ে ওঠেন সানি। বলিউডে পা দেওয়ার পর অতীতের পেশার জন্য কম কটাক্ষের মুখে পড়েননি তিনি। তবে সব সমালোচনাকে দূরে ঠেলে এখন তিনি বলিউডের প্রথম সারির সফল অভিনেত্রী। তিন সন্তানের মা। আর এই সন্তানদের নিয়েই দুশ্চিন্তায় ভুগছেন তিনি।

বিজ্ঞাপন
২০১৭ সালে এক অনাথ আশ্রম থেকে দেড় বছর বয়সী মেয়েশিশু নিসাকে দত্তক নেন সানি ও তার স্বামী ড্যানিয়েল। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে দুই পুত্র অ্যাশ ও নোহ-এর মা-বাবা হন তারা

২০১৭ সালে এক অনাথ আশ্রম থেকে দেড় বছর বয়সী মেয়েশিশু নিসাকে দত্তক নেন সানি ও তার স্বামী ড্যানিয়েল। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে দুই পুত্র অ্যাশ ও নোহ-এর মা-বাবা হন তারা

অতীতে পরিচিত ছিলেন পর্ন তারকা হিসেবে। পুরনো পেশা ত্যাগ করে শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। কিন্তু তার সেই অতীতের কথা জেনে কী বলবে সন্তানরা? ঘৃণা করবে তাকে? এমনই অসংখ্য প্রশ্ন তাড়া করে সানিকে। সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের এই আশঙ্কার কথা প্রকাশ করেন সানি। বলেন, ‘আমার অনেক কিছুই আমার সন্তানদের পছন্দ না-ও হতে পারে। সেটা কী, তা আর নতুন করে বলে দিতে হবে না। আমি ওদের সঙ্গে কথা বলব। ওদের বোঝাবো। যাতে বাড়ির বাইরে কোনও প্রশ্ন উঠলে ওরা উত্তর দিতে পারে।’ সানি আরও বলেন, ‘আমি নিজের মতো করে সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার সন্তানরাও যদি কারও ক্ষতি না করে নিজেদের মতো চলতে চায়, ওদেরও সেই স্বাধীনতা দেব।’

বিজ্ঞাপন
গত ১৩ মে ৪২ বছরে পা রেখেছেন সানি

গত ১৩ মে ৪২ বছরে পা রেখেছেন সানি

সানি লিওনির আসল নাম করনজিৎ কৌর। পর্নতারকা থেকে হিন্দি সিনেমার অভিনেত্রী হিসেবে তার জায়গা করে নেওয়া বিস্ময় ছাড়া কিছুই নয়। এসব সম্ভব হয়েছিল তার নিজেকে বদলে ফেলার ইচ্ছা, দৃঢ়তা, আবেগ এবং কঠোর পরিশ্রমের কারণে। বলা যায়, ভারতে আসার পর জীবন বদলে গেছে সানি লিওনির। শাহরুখ খানের সঙ্গে ‘রইস’ ছবির আইটেম গানে কাজ করা ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন। মুম্বাইতে বাড়ি কিনেছেন। ২০১৭ সালে এক অনাথ আশ্রম থেকে দেড় বছর বয়সী মেয়েশিশু নিসাকে দত্তক নেন সানি লিওনি এবং তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। এরপর ২০১৮ সালে সারোগেসির মাধ্যমে দুই পুত্র অ্যাশ ও নোহ-এর মা-বাবা হন তারা।

সেই অতীতের কথা জেনে সানিকে কী বলবে সন্তানরা?

সেই অতীতের কথা জেনে সানিকে কী বলবে সন্তানরা?

গত ১৩ মে ৪২ বছরে পা রেখেছেন সানি। ভারতসহ দক্ষিণ এশিয়ার মানুষ তাকে গ্রহণ করেছে বলে ভীষণ আনন্দিত তিনি। ভক্ত ও অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সানি বলেন, ‘আমি আমার ভক্তদের ভালোবাসি, তারা আমাকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। আমি মনে করি, প্রথম বা দ্বিতীয় ছবি থেকে যারা আমাকে দেখছে, তারা আমার সঙ্গেই আছে। আমি মনে করি, আমি এগিয়ে যাচ্ছি, বিকশিত হচ্ছি, আমার সঙ্গে তারাও। তারা আমাকে দেখছে, গ্রহণ করছে, যখন আমি সময়ের সঙ্গে সঙ্গে বিবর্তিত হচ্ছি। একজন অভিনয়শিল্পী হিসেবে আমি নানা রকম কাজ করতে চাই, নিজে যা পারি তাই দিয়ে নিজেকে প্রমাণ করতে চাই।’

সারাবাংলা/এএসজি

অতীত নিয়ে ‘আতঙ্কে’ সানি লিওনি সানি লিওনি

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর