Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কর্ণিয়ার ‘তোমাকে যে চাই’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৪ জুন ২০২২ ১৭:২৮

এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী কর্ণিয়ার নতুন মৌলিক গান ‘তোমাকে যে চাই’ ইউটিউবে প্রকাশিত হয়েছে। গানটি লিখেছেন, সুর-সঙ্গীত করেছেন বাঁধন। গানে তার সহশিল্পী তাজিব এম বাঁধন। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নাসিমুল মুরসালিন স্বাক্ষর। গানটি গত ২ জুন কর্ণিয়া’র নিজস্ব ইউটিউব চ্যানেল ‘কর্ণিয়া’য় প্রকাশিত হয়েছে।

গানটি প্রকাশের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছেন তিনি, এমনটাই জানালেন কর্ণিয়া। বলেন, ‘গানের কথা, সুর সঙ্গীত সব সময়োপযোগী। আমিতো চেষ্টা করি সবসময় একটু ডিফরেন্ট গান গাইতে, তোমাকে যে চাই- ঠিক সেই ধরনেরই একটি গান। গানটি প্রকাশ হয়েছে মাত্র দু’দিন। এখনই আসলে দর্শক সাড়ার ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করা কঠিন। তবে এটুকু বলতে চাই, গানটি একটু একটু করে সবাই পছন্দ করছে। আমার ঘরানাকে গুরুত্ব দিয়েই গানটি করা হয়েছে। আশা করছি দিন যতো যাবে গানটির প্রতি শ্রোতা দর্শকের আগ্রহ বাড়বে, ভালোবাসা বাড়বে।’

বিজ্ঞাপন

২০২০-এর ২৭ জুলাই কর্ণিয়া মিউজিসিয়ান নাবিল সালাহউদ্দিনকে বিয়ে করেন। কনোনার কারণে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পারছিলেন না তিনি। গত ২০ মে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের সদস্যরা ছাড়াও দেশের অনেক তারকা, সাংবাদিক উপস্থিত হয়েছিলেন। কর্ণিয়া জানান, নিয়মিত স্টেজ শো নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। বিয়ের আনুষ্ঠানিকতার পরপরই তিনি স্টেজ শো-তেও ফিরেন, আবার টিভি শো-তেও ফিরেন।

সারাবাংলা/এএসজি

কর্ণিয়ার ‘তোমাকে যে চাই’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর