Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিশ্ববিদ্যালয়ছাত্রী নিপুণ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ মে ২০২২ ১৯:৩১

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনসহ নিজের ব্যবসায়িক ব্যস্ততার কারণে অভিনয়ে বেশ অনিয়মিত ছিলেন নিপুণ। সম্প্রতি অভিনয় শুরু করেছেন মাহবুবুর রহমানের ‘ভাগ্য’ নামের একটি ছবিতে। এরপর পরই কাজ করলে সরকারি বিজ্ঞাপনচিত্রে। যেটিতে তাকে দেখা যাবে একজন বিশ্ববিদ্যালয়ছাত্রী হিসেবে। যে পড়াশোনার পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনিংয়ের ওপর কারিগরি শিক্ষা গ্রহণ করে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের জন্য বিজ্ঞাপনচিত্রটি নির্মিত হয়েছে। রোববার (২৯ মে) মিরপুর ২ নম্বরের ইউসেপ ক্যাম্পাসে বিজ্ঞাপনটির চিত্রায়ন হয়েছে। এটি পরিচালনা করেছেন বিপ্লব। সম্পাদনা শেষে শিগগিরই বিভিন্ন টিভি চ্যানেলে চিত্রটির প্রচার শুরু হবে।

বিজ্ঞাপন

নিপুণ বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী পড়াশোনার পাশাপাশি কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে আত্মনির্ভরশীল হওয়ার জন্যে জোর দিচ্ছেন। উনার এই উদ্বুদ্ধকরণ সবার মাঝে ছড়িয়ে দিতেই এই বিজ্ঞাপনচিত্রটি নির্মাণ করা হয়েছে।’

সারাবাংলা/এজেডএস

নিপুণ বিজ্ঞাপনচিত্র বিশ্ববিদ্যালয়ছাত্রী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর