Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে আসছে শাকিবের লিডার

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৪ মে ২০২২ ১৭:৪৫

শাকিব খান অভিনীত ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবিটি গত বছরের রোজার ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু শুটিং শেষ করতে না পারাসহ নানা ধরণের সমস্যার কারণে মুক্তি দিতে পারেননি প্রযোজক। তবে এবারের ঈদুল আযহায় ছবিটি মুক্তির প্রস্তুতি গুছিয়ে এনেছে বলে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, ঈদুল আযহায় তারা ছবিটি মুক্তি দিতে চান। এ উদ্দেশ্যে তারা টিওটি ফিল্মসের সঙ্গে পরিবেশনার চুক্তি করেছে। তারা আশা করছে ঈদে রেকর্ড সংখ্যক হলে ছবিটি চলবে।

বিজ্ঞাপন

ছবিটিতে শাকিব খান একজন সরকারি কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন। তার বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি।

গত বছর ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে সাংবাদিক সম্মেলনে নতুন চলচ্চিত্র ‘লিডার, আমিই বাংলাদেশ’ এর সাইনিং অনুষ্ঠিত হয়। একই বছর ২৫ মে রাজধানীর উত্তরায় শুরু হয়েছিল ছবির কাজ। এবার ঈদুল আজহায় মুক্তির মাধ্যমে ষোলকলা পূর্ণ হচ্ছে ছবিটির।

ছবিতে শাকিব-বুবলি ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

সারাবাংলা/এজেডএস

বুবলি লিডার আমিই বাংলাদেশ শাকিব খান

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর