Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মঞ্চে আসছে তির্যকের ‘ইডিপাস’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৮ মে ২০২২ ১৯:১৮

তির্যক প্রযোজনা প্রাচীন গ্রীক ট্রাজেডি সফোক্লিসের ‘ইডিপাস’

শুক্রবার (২০ মে) সন্ধ্যে ৭টায় থিয়েটার ইন্স্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে প্রদর্শিত হতে যাচ্ছে তির্যক নাট্যদলের নাটক প্রাচীন গ্রীক ট্ট্যাজেডি সফোক্লিসের ‘ইডিপাস’। আহমেদ ইকবাল হায়দার নির্দেশিত এই নাটকের ইতিমধ্যেই ১৫১ টি প্রদর্শনী সম্পন্ন হয়েছে।

ট্ট্যাজেডি মানব জীবনের এক শোচনীয় দুর্ভাগ্যের কাহিনী- জীবনের বিপন্নতার এক মর্মান্তিক ইতিবৃত্ত। মানুষের অপরিসীম হতাশা আর অসহায়ত্ব চিত্রিত হয়েছে। এরকম অব্যক্ত চিত্তদহনের ছবি পৃথিবীর অন্য ভাষার সাহিত্যে আগে দেখা যায়নি। গ্রীক ট্ট্যাজেডির অন্যতম শ্রেষ্ঠ কাহিনী ‘ইডিপাস’- যেখানে জীবন একই সঙ্গে নিষ্ঠুর এবং মহিমান্বিত। ভাগ্যহত ইডিপাস, বিপর্যস্ত জীবনের মধ্যে তার বিধাতাকে প্রত্যক্ষ করেছেন- যে বিধাতা ভয়ংকর। সত্যান্বেষনের পাশাপাশি অনিশ্চয়তার বিপুল তরঙ্গে ভেসে চলেন ইডিপাস তৃণখন্ডের মতো।

এই নাটকে অভিনয়ে ও নেপথ্যে রয়েছেন- মাহববুল ইসলাম রাজিব, অমিত চক্রবর্ত্তী, সুজিত চক্রবর্ত্তী, ফারজানা ইসলাম টিনা, সাইদুর রহমান চৌধুরী, রিপন বড়ুয়া, জুয়েল চাকমা, সানজিদা আকতার রূপা, অজয় ত্রিপুরা, হ্রদয় দেব ও আহমেদ ইকবাল হায়দার।

সারাবাংলা/এএসজি

আহমেদ ইকবাল হায়দার তির্যক নাট্যদল থিয়েটার ইন্স্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মঞ্চে আসছে তির্যকের ‘ইডিপাস’