Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরিফিন শুভ যাচ্ছেন কানে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২২ ২২:২৮

মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসবের এবারের আসর শুরু হচ্ছে মঙ্গলবার (১৭ মে)। সে উৎসবে অংশ নিচ্ছেন আরিফিন শুভ। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমার ট্রেলার প্রদর্শিত হবে। ছবিতে তিনি বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। এটি শুভর প্রথম কানযাত্রা।

৭৫তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক শাখা মার্শে দ্যু ফিল্মে আগামী ১৯ মে কানসৈকতে ভারতীয় প্যাভিলিয়নে ‘মুজিব’র ট্রেইলার প্রদর্শন হবে।

বিজ্ঞাপন

আরিফিন শুভ বলেন, ‘এই প্রথম আমার কান চলচ্চিত্র উৎসবে যাওয়া। এটা একটা স্বপ্নের মতো। আমার জন্য অনেক বড় সম্মান শুধু নয়, পুরো দেশের জন্য সম্মানের। আমার এই সম্মান আমার ভক্ত এবং সকল বাংলাদেশির জন্য সঙ্গে ভাগ করে নিচ্ছি, যারা আমাকে আরিফিন শুভ বানিয়েছেন। ’

আরিফিন শুভর সঙ্গে কানে যাওয়ার কথা আছে ‘মুজিব’ সিনেমায় বঙ্গবন্ধুর স্ত্রী শেখ ফজিলাতুন্নেছার বড়বেলার চরিত্রে অভিনয় করা নুসরাত ইমরোজ তিশা এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের। এ ছাড়া ভারতের তথ্যমন্ত্রীসহ দেশটি থেকে সিনেমাটির টিমের কয়েকজন উপস্থিত থাকবেন।

সারাবাংলা/এজেডএস

আরিফিন শুভ কান চলচ্চিত্র উৎসব মুজিব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর