Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অবন্তী সিঁথির ‘পাগলাটে মন’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৫ মে ২০২২ ১৭:১৯

সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) থেকে প্রকাশ পেয়েছে অবন্তী সিঁথির ‘পাগলাটে মন’ শিরোনামের নতুন গান। বিপুল তালুকদারের কাব্যমালায় সুর দিয়েছেন মোহন রায় আর গানটিতে সঙ্গীতায়োজন করেছেন সুমন কল্যান। গানটির ভিডিও নির্মাণ করেছেন বাবু ও ফয়সাল।

গীতিকার বিপুল তালুকদার বলেন, ‘প্রিয়জনের জন্য ব্যকুল হয়ে থাকা হৃদয় যখন তাকে কাছে পায় না, তখন উতলা মনে যে আকুলতা তৈরি হয় সেই গল্প নিয়েই এই গান। সুরেও সেই আবেদন স্পষ্ট। অবন্তী সিথিঁ গেয়েছেনও দরদ দিয়ে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।’

বিজ্ঞাপন

গায়িকা অবন্তী সিঁথি বলেন, ‘প্রিয়জনকে কাছে পাওয়ার আকাংঙ্খা, কাছের পাওয়ার পর পাগলামীর কথা আছে এই গানে। সব মিলিয়ে খুব দারুণ একটা গান হয়েছে এটি। আমার গান যারা পছন্দ করেন তাদের ভালো লাগবে বলে বিশ্বাস করি। প্রকাশের পর অনেকেই গানটির প্রশংসা করছেন।’

সারাবাংলা/এজেডএস

অবন্তী সিঁথি পাগলাটে মন