বন্ধ হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’, নতুন কমেডি শো আনছে সনি টিভি
১৪ মে ২০২২ ২০:৫০ | আপডেট: ১৪ মে ২০২২ ২০:৫৭
ভারতের জনপ্রিয় টিভি হোস্ট এবং কমেডিয়ান কপিল শর্মা। ভারত ছাপিয়ে তার জনপ্রিয়তা এখন দক্ষিন এশিয়ার নানা দেশে ছড়িয়ে পড়েছে। নিজের কথা জাদুতে বহু মানুষকে হাসিয়েছেন। আবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন। মূলত ‘দ্য কপিল শর্মা শো’-য়ের কারণে কপিলের জনপ্রিয়তার পারদ উর্ধ্বমুখী হয়। বর্তমানে টিভি শো উপস্থাপনা করে পর্ব প্রতি সবচেয়ে বেশি সম্মানি নেন কপিল শর্মা। কিন্তু ছোটপর্দায় নাকি আর দেখা যাবে না কপিল শর্মাকে। বন্ধ হয়ে যাচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। এমনই এক খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে কি সত্যিই বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় এই কমেডি শো?
দিনকয়েক ধরেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং ‘দ্য কপিল শর্মা শো’। একটা খবর রটেছে যে কপিল শর্মা-র শো বন্ধ করে নতুন কমেডি শো আনছে সনি টিভি। কেউ কেউ তো দাবি করেছেন, সনির সঙ্গে মনোমালিন্য হয়েছে কপিলের। ঠিক যেমন কালার্সের সঙ্গে হয়েছিল। তাই শো হাতছাড়া হয়েছে কমিডি কিং-এর!
আসল সত্যি কী? ‘দ্য কপিল শর্মা শো’ যে বন্ধ হচ্ছে এখবর একেবারে সত্যি। তবে বন্ধ হচ্ছে না বলে এটাকে সাময়িক বিরতিও বলা যেতে পারে। ১২ জুন হবে এই সিজনের শেষ সম্প্রচার। এরপর সেই জায়গায় সোনি টেলিভিশন আনছে ‘ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন’। খবর অনুসারে, ২৬ মে থেকে শুরু হবে ইন্ডিয়ান লাফটার চ্যাম্পিয়ন’-এর শ্যুট। আর সম্প্রচার হবে জুনে। বিচারকের আসনে এখানেও অর্চণা পূরণ সিং। সাথে শেখর সুমন। তবে কারা কারা অংশ নেবেন দর্শকদের হাসাতে, সে খবর গোপন রেখেছেন নির্মাতারা।
এবার জানা যাক, কেন এই সিদ্ধান্ত? ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, এই শো বন্ধ করতে বাধ্য হচ্ছেন কপিল নিজেই। কারণ জুন মাসের মাঝামাঝি সময় থেকে একমাসের জন্য আমেরিকায় যাবেন তিনি। সেখানে মঞ্চে বেশ কয়েকটি শো করার কথা তার। সেই কারণেই ছোটপর্দার জনপ্রিয় শো-টি তার পক্ষে চালানো সম্ভব নয় এই সময়ে। এছাড়াও বর্তমানে নন্দিতা দাশের পরিচালনায় সিনেমার শ্যুটিংও করছেন কপিল। ব্যস্ততা রয়েছে সেখানেও। এসবের ফলে একদম সময় পাবেন না কপিল। তাই বন্ধ রাখা হচ্ছে ‘দ্য কপিল শর্মা শো’। যদিও চিন্তার কোনও কারণ নেই, বছরের শেষেই ফিরবেন কপিল।
উল্লেখ্য, এই প্রথম বার নয়, এর আগেও বন্ধ হয়েছে এই শো। পরিবারকে সময় দেওয়ার জন্য শোয়ের থেকে কিছু দিনের বিরতি নিয়েছিলেন কপিল শর্মা। সেই সময় স্ত্রী গিনি, মেয়ে আনায়রা এবং ছেলে ত্রিশানের সঙ্গে কিছুটা সময় কাটাতে চেয়েছিলেন এই তারকা।
সারাবাংলা/এএসজি