Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন বুবলী-রোশান

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ মে ২০২২ ২১:১২ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:৫১

নতুন আরও একটি ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন রোশান ও বুবলী। নাম ‘প্রেম পুরান’। এ ছবিটি পরিচালনা করবেন মাসুদ মহিউদ্দিন ও মাহমুদ হাসান শিকদার। ছবিটিতে অভিনয়ের জন্য এরইমধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর সম্পূর্ণ করেছেন রোশান-বুবলী। এইমুহুর্তে এই জুটির অভিনীত কয়েকটি ছবি মুক্তির অপেক্ষায়।

নতুন এই ছবি প্রসঙ্গে রোশান জানালেন, ‘পরিচালক ও প্রযোজকেরা আমাদের দুজনকে নিয়ে সিনেমা বানাতে আগ্রহী হচ্ছেন। আমারও মনে হচ্ছে, বুবলীর সঙ্গে আমার চমৎকার একটা বোঝাপড়া তৈরি হয়েছে, যা কাজের ক্ষেত্রে খুবই আরামদায়ক।’

বিজ্ঞাপন
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঢালিউডের এই সময়ের সবচেয়ে ব্যস্ত নায়িকার নাম শবনম ইয়াসমিন বুবলী। আর বুবলীর অধিকাংশ ছবিতেই বিপরীতে নায়ক হিসেবে আছেন রোশান। তার এই নায়িকা প্রসঙ্গে রোশানের ভাষ্য, ‘বুবলীর সময়জ্ঞান ও সিরিয়াসনেস আমার ভীষণ ভালো লাগে। একজন সহশিল্পী যখন যেকোনো কাজের ক্ষেত্রে আন্তরিক থাকেন, তখন কাজ করেও বেশ মজা পাওয়া যায়।’

রোশান-বুবলী

রোশান-বুবলী

গত বছর ওটিটিতে মুক্তিপ্রাপ্ত ‘চোখ’ ছবিটির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধে কাজ শুরু করেন রোশান ও বুবলী। এরপর তারা জুটি বেঁধেছেন ‘রিভেঞ্জ’, ‘বিট্রে’ ও ‘মায়া: দ্য লাভ’ সিনেমায়। বর্তমানে সিনেমাগুলো নির্মাণাধীন রয়েছে।

সারাবাংলা/এএসজি

নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হলেন বুবলী-রোশান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর