Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মা হওয়ার পর অভিনয় করতে ভয় পাচ্ছেন আনুশকা!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ মে ২০২২ ১৮:১২

ডিসেম্বরে ‘জিরো’ মুক্তির পর নতুন কোনো ছবিতে চুক্তিবদ্ধ হননি আনুশকা শর্মা। এরপর সিনেমা বাদ দিয়ে তিনি ক্রিকেটার স্বামী বিরাট কোহলির সাথে ঘুরে বেড়িয়েছেন বিদেশে। ২০২১ সালের শুরুতেই মা হয়েছেন। জন্ম নেয় তার কন্যা সন্তান ভামিকা। গত কয়েক বছরে পুরোদস্তুর পালটে গেছে আনুশকার জীবন। এখন তিনি শুধু নায়িকা নন, একজন দায়িত্বশীল মা। আর তারজন্যই নাকি ভামিকার জন্ম দেওয়ার পর অভিনয়ের জগতে ফিরে যথেষ্ট ভয়ে রয়েছেন অভিনেত্রী।

বিজ্ঞাপন

চার বছরের বিরতির পর ‘চাকদহ এক্সপ্রেস’-এর সঙ্গে কামব্যাক করছেন আনুশকা। ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক হতে চলেছে এই ছবি। আপতত ক্রিকেট প্র্যাকটিসে ডুবে রয়েছেন আনুশকা। তবে সম্প্রতি নায়িকা ফাঁস করলেন নিজের শারীরিক সক্ষমতা নিয়ে যথেষ্ট চিন্তিত ছিলেন তিনি নিজে।

সম্প্রতি ভারতীয় এক ম্যাগাজিনের হয়ে একটি ফটোশ্যুট করেছেন অভিনেত্রী। মা হওয়ার পর প্রথমবার ক্যামেরার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, ‘আমি শুরু থেকেই চাকদহ এক্সপ্রেসের সঙ্গে যুক্ত। আরও আগে এটা করবার কথা ছিল, কিন্তু তারপর অতিমারী শুরু হল আর আমিও সেইসময় অন্তঃসত্ত্বা হয়ে পড়ি। যখন দ্বিতীয় দফায় এই ছবিটা নিয়ে কাজ শুরু করলাম আমি সত্যি নার্ভাস ছিলাম। আমার সবে একটা বাচ্চা হয়েছে, আমি এখন আর আগের মতো শক্তিশালী নই। ১৮ মাস ধরে কোনওরকম ট্রেনিং করিনি। আমার সত্যি সেই শারীরিক শক্তিটা নেই- যা আগে ছিল, আগের পরিস্থিতি হলে আমি জিমে নিজেকে আরও বেশি করে পুস করতাম, সেটা এখন সম্ভব নয়’।

ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এর সঙ্গে কামব্যাক করছেন আনুশকা

ভারতীয় মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক ‘চাকদহ এক্সপ্রেস’-এর সঙ্গে কামব্যাক করছেন আনুশকা

আনুশকা আরও জানিয়েছে, মা হওয়ার পর এই প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকবেন কিনা সেই ব্যাপারেও তার মনে প্রশ্ন জেগেছিল তবে অন্তরের ডাক শুনেই তিনি এই কাজটা নিয়ে এগিয়েছেন। অভিনেত্রীর কথায়, এইরকম কনটেন্টের অংশ হতেই চান তিনি। প্রসিত রায় পরিচালিত ‘চাকদাহ এক্সপ্রেস’ মুক্তি পাবে ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি।

এদিকে সদ্যই প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস থেকে বেরিয়ে এসেছেন আনুশকা। ভাইয়ের সঙ্গে যৌথ উদ্যোগে শুরু করা এই প্রযোজনা সংস্থা ছাড়ার কারণ হিসাবে বিরাট ঘরণী জানিয়েছেন আপতত অভিনয়ে মনোনিবেশ করতে চান, তবে সব সিদ্ধান্তে ভাইয়ের পাশে আছি।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

আনুশকা শর্মা মা হওয়ার পর অভিনয় করতে ভয় পাচ্ছেন আনুশকা!