Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলেদের পেটাই, তাই আমার বিয়ে হচ্ছে না: কঙ্গনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ মে ২০২২ ১৮:০১

বলিউডের বিতর্কের কেন্দ্রবিন্দু মানেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। প্রথম থেকেই সুশান্ত সিং রাজপুতের মৃত্যুরহস্য নিয়ে সরব তিনি। সুশান্তের মৃত্যুতে বলিউডের নেপোটিজম, ফেভারিটিজম এবং নানা অন্ধকার দিক তুলে একের পর এক মন্তব্য করে খবরের শিরোনামে উঠে আসেন এই অভিনেত্রী। বিতর্কের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে গিয়েছে তার নাম। কিন্তু এই বিতর্কে জড়াতে গিয়ে পড়েন পড়েন আইনি বিপাকেও। একের পর এক মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। তবুও কঙ্গনা রানাওয়াতকে দমাতে পারেনি কেউ-ই। কিন্তু এই অভিনেত্রীর প্রেমিক নেই কেন বা কেন বিয়ে করছেন না এই প্রশ্ন অনেকেই তোলেন। এবার তা নিয়ে সরাসরি কথা বলতে শোনা গেল ‘কুইন’ নায়িকাকে। তার দাবি এই যে ছড়িয়ে পড়েছে তিনি মারপিট করেন, কথায়-কথায় ঝগড়া করেন, এই কারণেই নাকি তার বিয়ে হচ্ছে না! সঙ্গে বলতে শোনা যায়, এইসব গুজবের ভয়ে কোনও ছেলে নাকি তার কাছাকাছি আসতেই চায় না!

বিজ্ঞাপন

ভারতীয় এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, তিনি কি ‘ধাকড়’ সিনেমার মতো আসল জীবনেও ‘টম বয়’? আর তাতেই হেসে কঙ্গনা রানাওয়াত জবাব দেন, ‘এরকমটা মোটেও নয়। আসল জীবনে আমি কাকে পিটিয়েছি? আমার বিয়ে হচ্ছে না কারণ তোমার মতো মানুষরা এসব আমার ব্যাপারে বলে বেড়াচ্ছ।’ এরপরই কঙ্গনাকে প্রশ্ন করা হয়, ‘তাহলে তুমি শক্তপোক্ত বলে তোমার বিয়ে হচ্ছে না?’ তাতে নায়িকার হাসির ছলেই উত্তর, ‘হ্যাঁ, কারণ আমার ব্যাপারে গুজব ছড়িয়েছে যে আমি ছেলেদের ধরে ধরে পেটাই।’

বিজ্ঞাপন

কঙ্গনার সঙ্গে এই কথোপকথনের সময় হাজির ছিলেন জন আব্রাহামও। কঙ্গনার ব্যাপারে তাকে বলতে শোনা যায়, ‘আমি শুধু বলতে চাই কঙ্গনা একজন দারুণ অভিনেত্রী। তবে ও চরিত্রের জন্য যাই করুক না কেন, আসল জীবনে ও মোটেও এরকম নয়। খুব মিষ্টি। খুব স্নেহভরা। ও আসলেই একজন খুব সাধারণ মানুষ।’

এদিকে ‘ধকড়’ মুক্তি পাওয়ার অপেক্ষাতে রয়েছেন এখন কঙ্গনা। ছবিতে সুপার স্পাই এজেন্ট অগ্নির চরিত্রে দেখা মিলবে তার। আর তার জন্য কড়া প্রস্তুতির মধ্যে দিয়ে যেতে হয়েছে কঙ্গনাকে। শরীরচর্চা করেছেন। ছবির কিছু মারামারির দৃশ্যও তিনি নিজেই শ্যুট করেছেন।

সারাবাংলা/এএসজি

কঙ্গনা রানাওয়াত ছেলেদের পেটাই তাই আমার বিয়ে হচ্ছে না: কঙ্গনা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর