Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোনাক্ষীর আঙুলে হীরার আংটির রহস্য ফাঁস

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ মে ২০২২ ১৬:২৪

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের ছবি দিয়ে দিয়ে নেট-নাগরিকদের জিজ্ঞাসু করে তুলেছিলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। কোনও এক অজ্ঞাত পুরুষের সঙ্গে নিজের তিন-তিনটে ছবি দিয়েছিলেন। আর প্রতিটা ছবিতেই নিজের হিরের আংটি শো-অফ করতে দেখা গিয়েছিল তাকে। সঙ্গে ক্যাপশনে লিখেছিলেন, ‘আমার জন্য একটা বড় দিন!!! আমার জীবনের একটা বড় স্বপ্ন আজ পূরণ হল… আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আর অপেক্ষা করতে পারছি না।’ সঙ্গে জুড়ে দেন, ‘ভাবিনি এত সহজ হবে।’

বিজ্ঞাপন

তার এই পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন বিয়ের খবর দেবেন সোনাক্ষী। আর হবে নাই বা কেন, অভিনেতা জাহির ইকবালের সঙ্গে তার প্রেমের চর্চা যে চারিদিকে! একদিন পর ওই ছবিগুলোর আসল কারণের রহস্য ফাঁস করলেন ‘দাবাং’ নায়িকা। লিখলেন, ‘আপনাদের অনেক ধন্দে রেখেছি। অনেক ইঙ্গিত দিয়েছিলাম। কোনওটাই মিথ্যে ছিল না। আমার জন্য এটা বড়দিন। কারণ, আমি নতুন ব্র্যান্ড SOEZ শুরু করছি। সুন্দর নখ পেতে সব মেয়ের একটাই ঠিকানা।’

বিজ্ঞাপন
নখের প্রসাধনী সামগ্রীর মডেলও সোনাক্ষী নিজেই ...

নখের প্রসাধনী সামগ্রীর মডেলও সোনাক্ষী নিজেই …

সোনাক্ষী জানালেন, ব্যক্তিগত জীবনে কোনও নতুন অধ্যায় নয়। এবার নেলপলিশের ব্যবসা শুরু করছেন তিনি। ব্র্যান্ডের নাম SOEZ। নখের প্রসাধনী সামগ্রীর মডেলও সোনাক্ষী নিজেই। বহুদিন ধরে এই ব্যবসা শুরু করার পরিকল্পনা ছিল সোনাক্ষীর। অবশেষে স্বপ্ন সত্যি হওয়ায় খুশি সোনাক্ষী। বিয়ের খবর পাওয়া যায়নি ঠিকই, তবে অভিনেত্রীর নয়া উদ্যোগের জন্য শুভকামনায় তার অনুরাগীরা।

২০১০ সালে ‘দাবাং’ দিয়ে বলিউডে পা রাখেন সোনাক্ষী, সালমান খানের বিপরীতে। ‘দাবাং’ সিরিজ ছাড়াও ‘হলিডে’, ‘ওয়ান্স আপন আ টাইম ইন মুম্বাই’, ‘আর রাজকুমার’, ‘মিশন মঙ্গল’-এর মতো ছবিতে কাজ করেছেন। শেষ সোনাক্ষীকে দেখা গিয়েছে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে অজয় দেবগনের সঙ্গে। এরপর চর্চিত প্রেমিক জাহির ইকবালের সঙ্গে তাকে দেখা যাবে ‘ডবল এক্সেল’ ছবিতে। যেখানে কাজ করার কথা আছে হুমা কুরেশিরও।

সারাবাংলা/এএসজি

সোনাক্ষী সিনহা সোনাক্ষীর আঙুলে হীরার আংটির রহস্য ফাঁস

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর