বলিউডে গিয়ে আমি আমার সময় নষ্ট করতে চাইনা: মহেশ
১১ মে ২০২২ ১৫:১৮ | আপডেট: ১১ মে ২০২২ ১৫:১৯
তেলেগু সিনেমার অন্যতম বড় তারকা ‘মহেশ বাবু’। অভিনেতার বেশ কিছু হিট ছবির তালিকায় রয়েছে ‘বিজনেসম্যান’, ‘শ্রীমান্থুডু’, ‘ভারত আনে নেনু’, ‘মহর্ষি’ এবং ‘সারিলেরু নেকেভভারু’। প্রায় ২৩ সবছর ধরে তেলুগু ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। কিন্তু একাধিক হিন্দি ছবির অফার পাওয়া সত্ত্বেও বলিউডে কাজ করেননি এই অভিনেতা। বলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার বিন্দুমাত্র ইচ্ছে নেই, এমনটাই বলেছেন মহেশ বাবু।
হিন্দি ছবিতে অভিনয় প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে মহেশ বলেন, ‘আমি হিন্দি ছবি করার প্রস্তাব অনেক পেয়েছি। বলিউড আমাকে উপযুক্ত পারিশ্রমিক দিতে পারবে না, ধরে রাখতে পারবে না। তাই ওখানে গিয়ে আমিও আমার সময় নষ্ট করতে চাই না। স্টারডম এবং যে সম্মান দক্ষিণে পাই তা অনেক বড়, তাই আমি সত্যিই আমার জায়গা ছেড়ে অন্য কোনও ছবির দুনিয়ায় যাওয়ার কথা ভাবিনি। আমার লক্ষ্য অনেক বড়। আমার স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে। এর চেয়ে খুশির কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘আমি শুধু তেলুগু ছবি করেই সারা বিশ্বে ছড়িয়ে পড়তে পারি। এখন সেটাই হচ্ছে। এই বিষয় আমি খুব খুশি। আমার সবসময় এই দৃঢ় মতামত ছিল যে আমার শক্তি হল তেলুগু ছবি এবং আমি যে আবেগ বুঝি তা হল তেলুগু ছবির আবেগ।’
মহেশ বাবুর আসন্ন সিনেমা ‘সরকারু ভারি পাটা’ মুক্তির অপেক্ষায়। ছবির পরিচালনায় পরশুরাম পেটলা। ১২ মে সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি। তাকে শেষ দেখা গিয়েছিল ‘সারিলেরু নেকেভভারু’তে, যেটি ২০১৯ সালে মুক্তি পেয়েছিল।
সারাবাংলা/এএসজি