Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছায়ানটের ‘রবীন্দ্র-উৎসব’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৭ মে ২০২২ ১৭:৪০

রবীন্দ্রজয়ন্তী উপলক্ষ্যে ‘রবীন্দ্র-উৎসব’-এর আয়োজন করেছেন দেশের অন্যতম সাংস্কৃতিক সংগঠন ‘ছায়ানট’। ৮ ও ৯ মে ২০২২, রবি ও সোমবার, ছায়ানট মিলনায়তনে এই আয়োজন শুরু হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

দুইদিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হবে একক ও সম্মেলক গান, নৃত্য, পাঠ-আবৃত্তি। অনুষ্ঠানে ছায়ানটের শিল্পী ছাড়াও আমন্ত্রিত শিল্পী ও দল অংশ নেবেন।

ছায়ানট মিলনায়তনে আয়োজিত এই উৎসব সকলের জন্য উন্মুক্ত। একই সাথে অনুষ্ঠানটি ছায়ানটের ফেইসবুক পেইজ (facebook.com/chhayanaut1961) ও ইউটিউব চ্যানেলে (youtube.com/ChhayanautDigitalPlatform) সরাসরি অনলাইনে দেখা যাবে।

সারাবাংলা/এএসজি

ছায়ানটের ‘রবীন্দ্র-উৎসব’