Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আই লাভ ইউ’

আহমেদ জামান শিমুল
২ মে ২০২২ ২০:০৭ | আপডেট: ৩ মে ২০২২ ০৮:৪৪

দীর্ঘ ১২ বছরের অপেক্ষার প্রহর ফুরালো গুরু জেমসের ভক্তদের। এ ভক্তদেরকে চাঁন রাতে উপহার দিলেন নতুন গান। বললেন, ‘আই লাভ ইউ’।

জেমস সবসময় বলে এসেছেন, ভক্তরা তার সব। ভক্তদের ভালোবাসায় তার আজকের এ অবস্থান। অনেকে তাকে গত এক যুগ ধরে নতুন গানের জন্য বললেও খুব একটা কানে তুললেনি। কিন্তু সাম্প্রতিক কনসার্টগুলোতে যখন ভক্তরা দাবি তুললো, তখন আর না করতে পারেননি গুরু।

আর তাই তো এক যুগ পরে নতুন গানে গানে ভক্তদের প্রতি তার ভালোবাসার কথা জানালেন। ‘আই লাভ ইউ’ গানটি প্রকাশিত হয়েছে বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে। শাহরিয়ার পলকের পরিচালনায় গানের ভিডিওতে উঠে এসেছে জেমসের বিখ্যাত সব গান—বাবা, দুষ্টু ছেলের দল, ফিলিংস, মীরাবাঈ, সেলাই দিদিমণি, লেইস ফিতা লেইস, কাল যমুনা।

নতুন গানটির কথা লিখেছেন যৌথভাবে জেমস ও বিষু সিকদার। সুর করেছেন জেমস। বসুন্ধরা গ্রুপ তাকে স্বাধীনতা দিয়েছেন বলেই তাদের সঙ্গে গান করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন জেমস। এ ব্যানারে তার নতুন আরও কয়েকটি গান আসবে বলেও জানিয়েছেন। আরও জানিয়েছেন নতুন গানগুলো নিয়ে একটি অ্যালবামও করবেন।

নতুন গানটির কথাগুলো এরকম:-

ও বন্ধু
তোরাই আমার জান
তোরাই আমার গান
তোদের ছাড়া বন্ধু আর
গাইতে চায় না প্রাণ

I Love You, I Love You
I Love You, I Love You

মঞ্চে আমি আর মাঠে তুমি
একই সুরে বাঁধা আছি
একই পথের পথিক মোরা
একই পথে চলি

I Love You, I Love You
I Love You, I Love You

দেখা হলো, কথা হলো
আপন মনের টানে
মুখোমুখি কাটলো সময়
গল্প গানে গানে

I Love You, I Love You
I Love You, I Love You

‘গুরু’খ্যাত এ রকস্টারের সবশেষ প্রকাশিত অ্যালবাম ছিল ‘কাল যমুনা’। ২০০৯ সালে সাউন্ডটেক সেটি প্রকাশিত হয়েছিল। এতদিন পরে কেন নতুন গান? এমন প্রশ্নে জেমসের ব্যক্তিগত কর্মকর্তা রবিন ঠাকুর সারাবাংলাকে বলেন, সুনির্দিষ্ট কারণ যে তা না। গানের বাজারটা তো অস্থির ছিল। কপিরাইটের ব্যাপারগুলো ঠিক ছিল না। কীভাবে গান প্রকাশ পাবে তাও ঠিক ছিল না। ফিতা ক্যাসেটের যুগের পর এলো সিডি। এখন সিডির পর কোন ফরম্যাটে শ্রোতারা গানটি শুনবে তা ঠিক করতেই ১০-১১ বছর কেটে গেল। এখন মোটামুটি ৪-৫ টা মাধ্যম এসেছে— ইউটিউব, ফেসবুক, বিভিন্ন গানের অ্যাপস প্রতিষ্ঠিত হয়ে গেছে ইতোমধ্যে। এখন কিন্তু শিল্পীরা চাইলে নিজেদের প্রযোজিত গান প্রকাশ করতে পারে। ভালো ভালো প্রযোজনা সংস্থাও এসেছে।

বিজ্ঞাপন

২০০৯ সালের পরেও তো সিনেমার জন্য ‘দেশা আসছে’, ‘তোর প্রেমেতে অন্ধ হলাম’, ‘এত কষ্ট কষ্ট লাগে কেন অন্তরে’, ‘বিধাতা’ গানগুলো গেয়েছেন। তাহলে কেন বলা হচ্ছে, একযুগ পর নতুন গান আসছে? রবিন বলেন, ‘সিনেমার গানে তো মূলত কণ্ঠশিল্পী হিসেবে গান জেমস ভাই। ওই গানের কথা, সুর সবই তো পরিচালক আয়োজন করেন। গানের কপিরাইটও প্রযোজকের কাছে থাকে। আর ওটা তো সিনেমার গান হিসেবে বিবেচিত হয়। জেমসের নিজের গান বলতে যা বোঝায় তা এক যুগ পরে আসছে।’

তিন দশকের ক্যারিয়ারে জেমস অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য—‘তারায় তারায়’, ‘লেইস ফিতা লেইস’, ‘সুলতানা বিবিয়ানা’, ‘হতেও পারে এই দেখা শেষ দেখা’, ‘কবিতা তুমি স্বপ্নচারিণী’, ‘দুষ্টু ছেলের দল’, ‘দিদিমনি’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘তোর সব কিছুতে নয় ছয়’, ‘বাবা কত দিন দেখি না তোমায়’, ‘গুরু ঘর বানাইলা কী দিয়া’, ‘লিখতে পারি না কোনো গান’, ‘এক নদী যমুনা’, ‘মা’, ‘বাংলাদেশ’ ইত্যাদি।

বলিউডেও গেয়েছেন জেমস। উল্লেখযোগ্যব—‘গ্যাংস্টার’ সিনেমায় ‘ভিগি ভিগি’, ‘ও লামহে’ সিনেমায় ‘চাল চালে’, ‘লাইফ ইন অ্যা মেট্রো’ সিনেমার ‘রিশতে, আলভিদা’ এবং ‘ওয়ার্নিং থ্রিডি’ সিনেমার‘বেবাসি’।

সারাবাংলা/এজেডএস

১২ বছর পর আই লাভ ইউ জেমস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর