সেরা প্রজেক্ট ‘দ্য স্ক্র্যাপ’
২৮ এপ্রিল ২০২২ ১৮:১২ | আপডেট: ২৮ এপ্রিল ২০২২ ১৮:১৪
মুক্তিযুদ্ধ জাদুঘর আয়োজন করেছিল ‘দশম লিবারেশন ডকফেস্ট’-এর। এর অংশ হিসেবে ‘এক্সপোজিশন অব ইয়ং ফিল্ম টেলেন্টস ২০২২’-এ ‘বেস্ট ফিল্ম প্রজেক্ট’ জিতেছে ‘দ্য স্ক্র্যাপ’ বা ‘জঞ্জাল’। এটি মাসউদুর রহমানের একটি প্রস্তাবিত প্রামাণ্যচিত্র।
পুরস্কার হিসেবে চলচ্চিত্রটি নির্মাণের জন্য মুক্তিযুদ্ধ জাদুঘরের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার অনুদান সহায়তা দেয়া হবে।
প্রামাণ্যচিত্রটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ধ্বংস হওয়া একটি জাহাজের পানির নিচ থেকে ৩৭ বছর পর উদ্ধার হওয়া ও টিকে থাকার গল্প।
নির্মাতা মাসউদুর রহমান তার এ অর্জন সম্পর্কে বলেন, এই পুরস্কার আমার জীবনের একটি বিশেষ অর্জন। এই প্রাপ্তি কাজের প্রতি আমার দায়বদ্ধতা আরো বাড়িয়ে দিল।
মাসউদুর রহমান বর্তমানে চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের পারফর্মিং আর্টস প্রোগ্রামের ফ্যাকাল্টি এবং কো-অর্ডিনেটর হিসেবে আছেন।
সারাবাংলা/এজেডএস