Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তশিবা এবার গাইলেন ‘সিলেটি ফুরি’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২২ ১৪:৫২

ঈদ উপলক্ষে প্রকাশ হলো টি আর মিউজিক স্টেশনের ব্যানারে নতুন গান ‘সিলেটি পুরি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন নয়া দামান খ্যাত সিলেটের কণ্ঠশিল্পী তশিবা। এই গানটি লিখেছেন নির্মল দাস। সুর করেছেন পাগল হাসান এবং সংগীত আয়োজন করেছেন আকাশ মাহমুদ।

গানটি প্রকাশ হয়েছে ভিডিও আকারে। এতে অভিনয় করেছেন প্রণামী নাফি, সোনিয়া আক্তার, বৃষ্টি ফারহানা, আনফি সিনহা এবং আশিক তালুকদার। ভিডিওটি নির্মাণ করেছেন আশিক মাহমুদ।

বিজ্ঞাপন

তশিবা বলেন, ‘একজন সিলেটি মেয়ে হয়ে ‘সিলেটি ফুরি’ শিরোনামের গানটি গাইতে পেরে সত্যি খুব ভালো লাগছে। চমৎকার মিষ্টি কথায়, সুর এবং অসাধারণ মিউজিকে ধামাকা একটি গান হয়েছে।’

গানটির গীতিকার নির্মল দাস বলেন, ‘সিলেটের সন্তান হিসেবে সিলেটের আঞ্চলিক ভাষায় গানটি লিখতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আশা করি গানটি সবার ভালো লাগবে।’

২৬ মার্চ সন্ধ্যায় ‘সিলেটি ফুরি’ গানটি টি আর মিউজিক স্টেশন থেকে প্রকাশ হয়েছে।

সারাবাংলা/এজেডএস

তশিবা সিলেটি ফুরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর