Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভেঙে গেল সিদ্ধার্থ-কিয়ারার প্রেম!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৩ এপ্রিল ২০২২ ১৭:৪৩

২০১৯ সাল থেকে থেকেই বলিউডে জোর গুঞ্জন প্রেম করছেন অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদভানি। ২০২০’র লকডাউন শুরুর আগেই আরমান জৈন এবং অনিশা মালহোত্রার রিসেপশনে এই জুটির মাখোমাখো নাচের ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নতুন বছর উদযাপন করতে একসঙ্গে মালদ্বীপও গিয়েছিলেন সিদ্ধার্থ-কিয়ারা। এই জুটির প্রেমের গুঞ্জনে ঘি ঢেলে দেন কিয়ারার ‘লক্ষ্মী’ সিনেমার কো-স্টার অক্ষয় কুমার। ছবির প্রমোশনে কপিল শর্মার শো-তে হাজির হয়ে কিয়ারাকে ‘বড়ে সিদ্ধান্তওয়ালি লড়কি’ বলে সম্বোধন করেন অক্ষয়। হাসি চেপে রাখতে পারেননি হোস্ট কপিল শর্মাও, লজ্জায় লাল হয়ে যান কিয়ারা। যদিও নিজেদের সম্পর্কের বিষয়ে কোন কথা না বললেও কিয়ারা ও সিদ্ধার্থর একে অপরের সঙ্গে সম্পর্ক বি-টাউনে ওপেন সিক্রেট। কিন্তু প্রেম সম্পর্কে ইতি টেনেছেন দুজনে, তারকা জুটির ঘনিষ্ঠমহল সূত্রে এমনটাই খবর জানাচ্ছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম বলিউডলাইফকে দুজনের এক পরিচিত জানিয়েছেন, ‘সিদ্ধার্থ-কিয়ারা আর একসঙ্গে নেই। পরস্পরের সঙ্গে দেখা সাক্ষাৎ বন্ধ, বলতে পারেন ভালোবাসা ফুরিয়ে গেছে। কেন এই সম্পর্ক ভাঙল? এর জবাব তো ওদের কাছেই কাছে। তবে সত্যি এই সম্পর্ক ভাঙাটা দুর্ভাগ্যজনক।’

সিদ্ধার্থ-কিয়ারার বন্ডিং দেখে কোনওদিন মনেই হয়নি এই সম্পর্ক ভাঙতে পারে, মাস কয়েক আগে সিদ্ধার্থ নিজের বাবা-মায়ের সঙ্গেও কিয়ারার পরিচিত করিয়েছিলেন। তবে দুম করেই সব ওলটপালট! এর আগে আলিয়া ভাটের সঙ্গে সিদ্ধার্থ মালহোত্রার প্রেম কাহিনির গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু সেই সম্পর্কও বেশিদিন টেকেনি। ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ কো-স্টারের থেকে আলাদা হওয়ার পর কিয়ারা-কেই মন দিয়েছিলেন সিদ্ধার্থ।

সারাবাংলা/এএসজি

কিয়ারা আদভানি ভেঙে গেল সিদ্ধার্থ-কিয়ারার প্রেম! সিদ্ধার্থ মালহোত্রা সিদ্ধার্থ-কিয়ারা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর