Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদে ওয়ার্ল্ড প্রিমিয়ার ‘ছিটমহল’

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ এপ্রিল ২০২২ ১১:০২ | আপডেট: ২১ এপ্রিল ২০২২ ১৩:০৬

নির্মাতা এইচ আর হাবিব ২০১৫ সালে শুরু করেছিলেন ‘ছিটমহল’। নানা চড়াই উত্তরায় পেরিয়ে ছবিটি মুক্তি পেয়েছিল গত ১৪ জানুয়ারি। এবার এটি চ্যানেল আইতে ঈদের ৫ম দিন ওয়াল্ড প্রিমিয়ার হবে।

ছিটমহল মূলত কোনো দেশের মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন কিছু জনপদ। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর থেকে বাংলাদেশের কিছু অংশ প্রতিবেশি ভারতের মধ্যে পড়ে। অন্যদিকে ভারতেরও কিছু অংশও বাংলাদেশে পড়েছিল। এসব জনপদের মানুষরা বিভিন্ন নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল। প্রায় ৬৮ বছর পর ২০১৫ সালের ১ আগস্ট মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সমস্যার সমাধান হয়।

বিজ্ঞাপন

ছবির কাহিনি প্রসঙ্গে পরিচালক হাবিব বলেন, যখন আনুষ্ঠানিকভাবে ছিটমহল বিনিময়ের আলোচনা শুরু হয় তখন কিছু মানুষ পড়ে যায় দ্বিদ্ধা-দ্বন্দ্বে। কারণ এর পিছনে রয়েছে ঐতিহাসিক বঞ্চনার গল্প। কেউ চায় ভূমির উপর নিজেকে শক্ত করে দাঁড় করাতে। আবার কেউ ছুটে যেতে চায় দেশ পরিচয়ের আকাঙ্খায়। এমন গল্প নিয়েই নির্মিত হয়েছে ছিটমহল।

‘ছিটমহল’ কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। শুটিং হয়েছে পঞ্চগড়ে ছিটমহলের মধ্যেই। অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস পিয়া, মৌসুমি হামিদ, আরমান পারভেজ মুরাদ, সজল, ডন হক, শিমুল খান , এইচ আর হাবিব, এবিএম সোহেল রশিদ, উজ্জ্বল কবির হিমু, অঞ্জলি সাথী।

ছবিটি প্রযোজনা প্রতিষ্ঠান কমন হোম অ্যাটাচার। পরিবেশনা করছে জাজ মাল্টিমিডিয়া।

সারাবাংলা/এজেডএস

এইচ আর হাবিব ওয়ার্ল্ড প্রিমিয়ার চ্যানেল আই ছিটমহল পিয়া জান্নাতুল শিমুল খান

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর