Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১ বছরের জন্য চলচ্চিত্র সেন্সর বোর্ড পুর্নগঠিত

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৯ এপ্রিল ২০২২ ১৭:২৪

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড নতুন করে গঠিত হয়েছে। ১৫ জনের নতুন বোর্ড সদস্যরা আগামী এক বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন। দ্য সেন্সরশীপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (২০০৬ সংশোধনী) এর ধারা ৩ এবং দ্য বাংলাদেশ সেন্সরশীপ রুলস অব ফিল্মস, ১৯৭৭ এর ধারা ৪ অনুযায়ী বোর্ডের এ পুর্নগঠন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব মোঃ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে কমিটির সদস্যের নাম জানানো হয়েছে।

বিজ্ঞাপন

নিয়ম অনুযায়ী কমিটির চেয়ারম্যান হিসেবে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সদস্য সচিব হিসেবে থাকছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। অন্য সদস্যরা হচ্ছেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন ও চলচ্চিত্র), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব বা তদুর্ধ্ব পদমর্যাদার জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি, চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, শাহ আলম কিরণ ও আবদুস সামাদ খোকন, চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি ও অভিনেত্রী ফাল্গুনি হামিদ, দৈনিক সংবাদের ব্যবস্থাপনা সম্পাদক কাশেম হুমায়ুন, চলচ্চিত্র অভিনেত্রী রোজিনা ও অরুণা বিশ্বাস।

নবগঠিত বোর্ড দ্য সেন্সরশীপ অব ফিল্মস অ্যাক্ট, ১৯৬৩ (২০০৬ সংশোধনী), দ্য বাংলাদেশ সেন্সরশীপ রুলস অব ফিল্মস, ১৯৭৭ এবং দ্য কোড ফর সেন্সরশীপ অব ফিল্মস ইন বাংলাদেশ, ১৯৮৫ অনুসারের তাদের দায়িত্ব পালন করবে।

সারাবাংলা/এজেডএস

১৫ সদস্য নতুন সদস্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর