Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নন-গ্ল্যামার নায়ক খুঁজছে জাজ

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২২ ২১:৫৩ | আপডেট: ১৭ এপ্রিল ২০২২ ২১:৫৬

দেশের শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া বেশ কয়েকজন নায়ক-নায়িকা উপহার দিয়েছে। যারা ইন্ডাস্ট্রিতে ভালো অবস্থানে রয়েছেন। তারা আবারও নতুন নায়ক চেয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। যেখানে তারা জানিয়েছে নায়ককে হতে হবে নন-গ্ল্যামার।

তারা এ নায়ক খুঁজছে সৈকত নাসির পরিচালিত নতুন সিনেমা ‘বারুদ’-এর জন্য। এর কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছে জাজের ক্রিয়েটিভ টিম।

এক ফেসবুক পোস্টে জাজ মাল্টিমিডিয়া জানায়, নায়ক হতে আগ্রহীদের বয়স হতে হবে ২০ থেকে ২৫ বছর। উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি থেকে ৫ ফুট ৯ ইঞ্চি। গায়ের রঙের ক্ষেত্রে কালো বা শ্যামলা হওয়ার বাধ্যবাধকতা দিয়ে দিয়েছে তারা। তবে কোনভাবেই ফর্সা কাউকে তারা নায়ক হিসেবে নিবেন না। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা হয়েছে, কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

তারা জানায়, ‘বারুদ’ সিনেমার গল্প পুরোপুরি নায়কের উপর ভিত্তি করে। এতে নায়কের বিপরীতে থাকবে দুই নায়িকা। নিজেকে ভালো অভিনেতা মনে করলে তবেই জাজের অফিসিয়াল ই-মেইল আইডিতে ৩ কপি ছবিসহ পাঠাতে বলা হয়েছে।

জাজের ক্রিয়েটিভ টিম ‘পাপ’, ‘মোনা’, ‘বারুদ’, ‘রাস্তা’সহ মোট ২০টি মৌলিক গল্প সিনেমা বানানোর জন্য প্রস্তুত করেছে বলে নায়ক চাওয়ার পোস্টে জানানো হয়েছে।

সারাবাংলা/এজেডএস

কালো জাজ মাল্টিমিডিয়া নতুন নায়ক নন-গ্ল্যামার বারুদ শ্যামলা সৈকত নাসির

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর