Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখ উপলক্ষে শিল্পকলার বর্ণাঢ্য আয়োজন

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১৪ এপ্রিল ২০২২ ১৫:১২ | আপডেট: ১৪ এপ্রিল ২০২২ ১৫:২৫

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে সকাল ৮টায় আমন্ত্রিত অতিথিবৃন্দের আসন গ্রহণের পর স্বাগত বক্তব্য রাখেন একাডেমির সচিব মো: আছাদুজ্জামান।

অনুষ্ঠানের শুরুতেই ঢাকা সাংস্কৃতিক দলের পরিবেশনায় ‘এসো হে বৈশাখ, আজ জীবন খুঁজে পাবি’ শিরোনামে পরিবেশিত হয় সমবেত সংগীত। এছাড়াও শিশু সংগীত দলের ‘এ মাটি নয় জঙ্গিবাদের’, সরকারি সংগীত কলেজের পরিবেশনা ‘আজি নতুন রতনে, ভূষণে যতনে, ওই বুঝি কালবৈশাখী সন্ধ্যা আকাশ’, বাউল দলের ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ এবং ভাওয়াইয়া দলের ‘বার মাসে তের ফুল ফুটে’ ও ‘যেজন প্রেমের ভাব জানেনা’ শিরোনামে সমবেত সংগীত পরিবেশিত হয়।

মেহরাজ হক তুষার এর পরিচালনায় শিশু নৃত্যদলের নৃত্য পরিবেশনা ‘আমরা সুন্দরের অতন্ত্র প্রহরী’, বাফা’র নৃত্য পরিচালক ফারহানা চৌধুরী বেবির পরিচালনায় ‘নতুন দিনে নতুন আলো রাঙ্গা নতুন সাজ, নাগর দোলায় দুলছে যেন সবারই মন আজ, বছর ঘুরে এলো আবার ফিরে নতুন বৈশাখ’, নৃত্য নন্দন-এর এম আর ওয়াসেফ পরিচালিত ‘বারো মাসে তের পার্বণ’, স্পন্দন-এর অনিক বোস পরিচালিত ‘জাগো জাগো জাগো জাগোরে রঙ্গে’ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যদলের পরিবেশনা ও মেহরাজ হক তুষার-এর পরিচালনায় ‘সহজ মানুষ’ শিরোনামে সমবেত নৃত্য পরিবেশিত হয়।

আবৃত্তি শিল্পী গোলাম সারোয়ারের ‘নববর্ষে, কবি সুফিয়া কামাল’, জয়ন্ত চট্রোপাধ্যায় এবং বর্ণা সরকার আবৃত্তি পরিবেশন করেন। একক সংগীত পরিবেশন করেন সুরোবালা, সমির বাউল, কাজল দেওয়ান এবং বাবলী দেওয়ান। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন তামান্না তিথী।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএসজি

পহেলা বৈশাখ উপলক্ষ্যে শিল্পকলার বর্নাঢ্য আয়োজন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর