Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পহেলা বৈশাখে নিশো-তিশার ‘এক বৈশাখে’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
১২ এপ্রিল ২০২২ ১৭:৫৭

পহেলা বৈশাখ উপলক্ষে নির্মিত হলো এক খণ্ডের বিশেষ নাটক ‘এক বৈশাখে’। সারওয়ার রেজা জিমি’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন তুহিন হোসেন। অভিনয় করেছেন- আফরান নিশো, তানজিন তিশা, স্বর্ণলতা দাস আঁচল, শেখ মাহবুব রহমান, এ কে আজাদ সেতু, প্রিয়ন্তী প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে, পলাশ ঢাকার ছেলে। ব্যাংকের চাকরী নিয়ে মফস্বল শহরে বদলী। একমাত্র বিনোদন রাতে ফেসবুক। সেখানেই নীলিমার সাথে পরিচয়। নীলিমা মফস্বল শহরের মেয়ে। চাকরী সূত্রে ঢাকায় থাকতে হয়। ধীরে ধীরে পলাশ আর নীলিমার ভার্চুয়াল সম্পর্ক এগুতে থাকে। তারা ঠিক করে, আসছে পহেলা বৈশাখে তারা দেখা করবে ঢাকার চারুকলার সামনে। পলাশ কেনে শাড়ি আর নীলিমা কেনে পাঞ্জাবী। দেখতে দেখতে আসে সেই ক্ষণ। নীলিমা যথাসময়ে পাঞ্জাবী আর ফুল নিয়ে হাজির। সময় গড়িয়ে যায় কিন্তু পলাশের দেখা নেই। পলাশ অফ লাইনে। অনেক্ষণ অপেক্ষা করে রাগে দু:খে ক্ষোভে চলে যায় নীলিমা। আর এর পরপরই চারুকলায় হন্তদন্ত হয়ে এসে দেখে নীলিমা সেখানে নেই। এমন বৈশাখী দিনে পলাশ কোথায় খুঁজে পাবে নীলিমাকে!

বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে নাটকটি প্রচারিত হবে ১৪ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০মিনিটে এনটিভিতে।

সারাবাংলা/এএসজি

এনটিভি পহেলা বৈশাখে নিশো-তিশার ‘এক বৈশাখে’

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর