Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বইওয়ালা’ হয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২২ ১৫:১৬

সিনেমার বাইরে ইলিয়াস কাঞ্চনকে অনিয়মিতভাবে ছোটপর্দায়ও দেখা যায়। গল্প, চরিত্র পছন্দ হলে নাটক, টেলিফিল্মের চরিত্র হয়ে দেখা দেন তিনি। কাছাকাছি সময়ে সঞ্জয় সমদ্দারের ‘মরণোত্তম’ টেলিফিল্মে দেখা গিয়েছিল ইলিয়াস কাঞ্চনকে। এরপর ‘দরবেশ’ নামে আরও একটি নাটকে অভিনয় করেছিলেন। এবার এই জনপ্রিয় অভিনেতা হাজির হয়েছেন ‘বইওয়ালা’ হয়ে। এ নামে একটি নাটকে অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন। নাটকটি প্রচার হবে শনিবার (৯ এপ্রিল) রাত ৯টা ৩০ মিনিটে, এনটিভিতে।

বিজ্ঞাপন

খায়রুল বাসার নির্ঝরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন রাইসুল তমাল। ইলিয়াস কাঞ্চন আছেন কেন্দ্রীয় চরিত্রে। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন জান্নাতুল সুমাইয়া হিমি, সুজন হাবিব, দাউদ নূর প্রমুখ।

ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের উপযোগী চরিত্রাভিনেতা হিসেবে সেভাবে আর কেউ গল্প লেখেন না। খুব কম গল্পই মনমতো হয়। বইওয়ালা গল্পটি পাওয়ার পর মনে হয়েছিল, চরিত্রটি অসাধারণ। এ ধরনের চরিত্রের প্রতি এখনো আমার অনেক লোভ আছে। কাজটি করতে গিয়েও বেশ ভালো লেগেছে। যিনি পড়ালেখা করতে পারেননি। কিন্তু বই নিয়ে তার সবচেয়ে বেশি আগ্রহ। বই নিয়ে তাকে দ্বারে দ্বারে ঘুরতে দেখা যাবে। এর মধ্যে রোমান্টিক কিছু মুহূর্ত গল্পে অন্য মাত্রা যোগ করবে।’

‘বইওয়ালা’ নাটকের নির্মাতা রাইসুল তমাল বলেন, ‘সমাজে একধরনের অস্থিরতা চলছে। সেই অস্থিরতা কাটানোর উপায় তরুণদের বই পড়ায় উৎসাহিত করা। সৃজনশীল কাজ কীভাবে একজনকে সহনশীল করে তোলে, সেটা দেখানোর জন্যই নাটকটি নির্মাণ করা।’

সারাবাংলা/এজেডএস

ইলিয়াস কাঞ্চন খায়রুল বাসার নির্ঝর বইওয়ালা

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর