Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তৈরি হচ্ছে শিশুদের জন্য ওয়েব সিরিজ


১৬ এপ্রিল ২০১৮ ১৪:৪৩ | আপডেট: ১৬ এপ্রিল ২০১৮ ১৫:৫২

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট ।।

বাংলা শিখতে ও শেখাতে বই, অডিও ভিজুয়্যাল, কার্টুনের শরণাপন্ন হচ্ছেন অনেকেই। বিশেষ করে অভিভাবকরা তাদের শিশু সন্তানদের বাংলা শেখাতে খুঁজে থাকেন বিভিন্ন মাধ্যম। যারা বিদেশে থাকেন, বাংলা শেখার জন্য অডিও-ভিডিও কন্টেন্ট ছাড়া আর কোনো মাধ্যম থাকে না তাদের।

এমন চিন্তা থেকে এবার নির্মিত হচ্ছে বাংলা শেখার ওয়েব সিরিজ। নাম ‘চাচা বাহিনীর আজব কাহিনী’। এটি নির্মাণ করছে ম্যাভেরিক ষ্টুডিও। শুধু ভাষার শিক্ষাই নয়, এই ওয়েব সিরিজের মাধ্যমে জানা যাবে রূপকথা, দেশের লোকজ গল্প এবং অনুপ্রেরণামূলক কাহিনী।

ওয়াহিদ ইবনে রেজা

আর এই প্রকল্পে ক্রিয়েটিভ প্রোডিউসার হিসাবে কাজ করছেন ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ সিনেমার ভিজুয়্যাল আর্টিস্ট এবং সনি পিকচার্সের ইমেজওয়ার্কের অ্যাসোসিয়েট প্রোডাকশন ম্যানেজার ওয়াহিদ ইবনে রেজা বাপ্পী। আনুষ্ঠানিকভাবে এই প্রকল্পে যুক্ত হওয়ার পর বৈশাখের প্রথম দিনে এই আনন্দের খবরটি জানান তিনি।

রেজা বলেন, ‘ব্যক্তিগত ভাবে আমি অনেকদিন ধরেই ভবিষ্যত প্রজন্মের জন্য বাংলায় কিছু কন্টেন্ট তৈরি করতে চাচ্ছিলাম। একদিন ম্যাভেরিক ষ্টুডিও চাচা বাহিনীর আজব কাহিনী নামের অ্যনিমেশন সিরিজটির প্রোমো দেখালো এবং সত্যিকার অর্থে আমি মুগ্ধ হলাম।’

https://www.facebook.com/chachabahini.show/videos/156533718372062/UzpfSTE2ODc2NzE4MzE3MTM4MzoxNTgxMDcyODU1Mjc0MTM1/

বাপ্পী জানান, সিরিজের একেকটি পর্ব তৈরি হবে ১০ মিনিট দৈর্ঘ্যের। এই প্রকল্প বাস্তবায়নে ম্যাভেরিক স্টুডও’র অনেক অর্থের প্রয়োজন। আর সেই অর্থ  জোগাড় করতে সিরিজের প্রথম তিনটি পর্বের অর্থায়ন করা হবে গণ-অর্থায়ণের মাধ্যমে।

বিজ্ঞাপন

যারা বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করতে চান, বিশেষ করে বাংলাদেশের বাইরে যারা বুকের ভিতর এক খণ্ড বাংলাদেশ নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, তাদের সবার সমর্থন ও সহযোগিতা চেয়েছেন ওয়াহিদ ইবনে রেজা।

সারাবাংলা/পিএ/পিএম

 

বিজ্ঞাপন

আকিফের তোপে রংপুরের আটে আট
১৭ জানুয়ারি ২০২৫ ২২:৪১

অভয়নগরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত
১৭ জানুয়ারি ২০২৫ ২১:৪৫

আরো

সম্পর্কিত খবর