Sunday 05 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রণবীর-আলিয়ার বিয়েতে দীপিকা-ক্যাটরিনা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৬ এপ্রিল ২০২২ ১৮:৫৮

গত কয়েকদিন ধরে ফের একবার রণবীর-আলিয়ার বিয়ের খবরে সরগরম বলিউড। ভারতীয় সংবাদমাধ্যম ই-টাইমস সূত্রে পাকা খবর এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই গাঁটছড়া বাঁধবেন রণবীর-আলিয়া। কাপুর ও ভাট পরিবারের এক ঘনিষ্ঠ জানিয়েছে আলিয়ার দাদু খুবই অসুস্থ, এবং তার শেষ ইচ্ছা নাতনির বিয়ে দেখে যাওয়া। সোনি রাজদানের বাবা এন রাজদান নাকি ভীষণ পছন্দ করেন রণবীরকে। তিনি একান্তভাবে চাইছেন রণবীর-আলিয়া দ্রুত বিয়েটা সেরে ফেলুক। দাদুর ইচ্ছের মর্যাদা দিতেই নাকি তড়িঘড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তারকা জুটি।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে জানা গেছে, চলতি মাসের ১৩ থেকে ১৭ তারিখের মধ্যেই শুভ কাজটা সেরে ফেলছেন রণবীর-আলিয়া। বলিউডের একটা সূত্র বলছে ১৭ এপ্রিল রালিয়া সাত পাকে বাঁধা পড়বেন। কেউ কেউ আবার বলছেন ১৪ এপ্রিল সেই শুভ দিন। তবে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই যে বলিউডে বিয়ের সানাই বাজবে তা কার্যত পাকা। জানা গিয়েছে চেম্বরে পৈতৃক ভিটেতেই আলিয়াকে নিজের দুলহানিয়া বানাবেন কাপুর খানদানের এই চিরাগ।

বিজ্ঞাপন

এই বিয়ের অনুষ্ঠানে কেবলমাত্র কাপুর ও ভাট পরিবারের এবং তাদের কাছের বন্ধুরাই আমন্ত্রিত। কাপুর ও ভাট পরিবারের সব তারকাই হাজির থাকবেন নবদম্পতিকে আর্শীবাদ দিতে। জানা গেছে, রণবীর-আলিয়ার বিয়েতে আমন্ত্রিতের তালিকায় রয়েছেন শাহরুখ খান, করণ জোহর, সঞ্জয় লীলা বনশালি, জোয়া আখতার, বরুণ ধাওয়ান, অর্জুন কাপুর, পরিচালক অয়ন মুখোপাধ্যায়, ডিজাইনার মাসাবা গুপ্তা, মণীশ মালহোত্রাসহ বলিউডের অসংখ্য তারকা।

ভারতীয় সংবাদমাধ্যম সুত্রে আরও জানা গিয়েছে, ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য গ্র্যান্ড রিসেপশন পার্টির আয়োজন করবেন ‘রালিয়া’ জুটি। সেই রিসেপশনের আমন্ত্রণ পৌঁছেছে রণবীরের প্রাক্তন দীপিকা পাড়ুকোন ও তার স্বামী রণবীর সিং-এর কাছে। তবে রণবীরের অপর এক্স ক্যাটরিনাকে বিয়ের অনুষ্ঠানে ডাকবেন না রণবীর, এমনটাই শোনা যাচ্ছে। যদিও আলিয়ার সঙ্গে একটা সময় দারুণ বন্ডিং ছিল ক্যাটের। এছাড়াও আদিত্য চোপড়া, আদিত্য রায় কাপুরসহ একঝাঁক বি-টাউন সেলেব অংশ হবেন রণবীর-আলিয়ার বিয়ের রিসেপশনের।

করোনা পরিস্থিতি না হলে ২০২০ সালেই আলিয়ার সঙ্গে বিয়ের পরিকল্পনা ছিল রণবীর কাপুরের। এতদিনে সাত পাকে ধরা দিতেন দুই তারকা। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছিল। তবে বেশ কিছুদিন ধরেই এই দুই তারকা জুটির বিয়ের খবর নিয়ে তোলপাড় মিডিয়া। অনুরাগীরাও অধীরে অপেক্ষা করে আছেন পছন্দের জুটির বিয়ের জন্য। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে দিন কয়েক আগে অভিনেত্রী আলিয়া ভাট নিজের মুখে বলেছেন ‘আমি যখন সত্যি বিয়ে করব, হয়ত মানুষজন তখনও সেটাকে গুজবই ভাববে, তবে সেটা আমার জন্য ভালো ব্যাপার’।

সারাবাংলা/এএসজি

আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ দীপিকা পাড়ুকোন রণবীর কাপুর রণবীর-আলিয়া রণবীর-আলিয়ার বিয়ে রণবীর-আলিয়ার বিয়েতে দীপিকা-ক্যাটরিনা

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর