এবার ইরানি ছবিতে জয়া আহসান
৪ এপ্রিল ২০২২ ১৪:৩৯
জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এবার একটি ইরানি ছবিতে অভিনয় করছেন। ‘দিন-দ্য ডে’খ্যাত ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের পরিচালনায় ছবিটির নাম ‘ফেরেশতে’। ছবির নাম ভূমিকায় দেখা যাবে তাকে।
জয়া আহসান ছাড়াও ছবিতে আছেন রিকিতা নন্দিনী শিমু। রাজধানীর নিউ মার্কেট, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরার সোলমাইদ এলাকায় শুটিং করেছেন পরিচালক।
রোববার (৪ এপ্রিল) বসুন্ধরার সোলমাইদের কুয়েতি মসজিদের পাশে অবস্থিত ড্রিমল্যান্ড ঢাকা রিসোর্ট এন্ড রেস্টুরেন্টেসহ আশেপাশের এলাকায় ইরানি টিম জয়া আহসানকে নিয়ে সকাল থেকেই শুটিং করে। প্রায় ২০ দিনের শুটিং করবে ইরানি টিম। বেশিরভাগই হবে ডে-শ্যুট।
সম্প্রতি পশ্চিমবঙ্গের ‘বিনিসুতোয়’ চলচ্চিত্রে অভিনয় করে কাজের স্বীকৃতিস্বরূপ টালিউডের ফিল্মফেয়ারে তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রীর পুরস্কার ঘরে তুলেছেন জয়া। এর আগে ২০১৮ সালে ‘বিসর্জন’ সিনেমায় অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার পুরস্কার পান জয়া। এরপর ২০১৯ সালে ‘বিজয়া’ ও ‘রবিবার’ ছবির জন্য ফের এই সম্মাননা পান তিনি। এছাড়াও ২০১৭ সালে অরিন্দম শীল পরিচালিত ‘ঈগলের চোখ’ ও ২০১৪ সালে অরিন্দমের ‘আবর্ত’ সিনেমার জন্য ফিল্মফেয়ার মনোনয়ন পেয়েছিলেন পাওয়া জয়া আহসান।
সারাবাংলা/এজেডএস