Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চড় মারার মাশুল, অস্কার একাডেমি থেকে উইল স্মিথের পদত্যাগ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২ এপ্রিল ২০২২ ১৭:০১ | আপডেট: ২ এপ্রিল ২০২২ ১৭:০২

অস্কারের অনুষ্ঠান চলাকালীন মঞ্চে উঠে সঞ্চালক-কৌতুকশিল্পী ক্রিস রককে সপাটে চড় মেরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে অভিনেতা উইল স্মিথ। এই বিতর্ক ছাপিয়ে গিয়েছে তার সেরা অভিনেতার পুরস্কারকে। স্ত্রীর অসুস্থতা নিয়ে মশকরা সহ্য করতে পারেননি অভিনেতা। সঞ্চালকের উপর মেজাজ হারিয়ে অস্কারের মঞ্চেই কষিয়ে দেন চড়। উইলের এই কীর্তি নিয়ে দ্বিধাবিভক্ত গোটা বিশ্বের বিনোদন জগত। ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যেই ইনস্টাগ্রাম পোস্টে সঞ্চালক ক্রিস রকের কাছে ক্ষমা প্রার্থনা করেন উইল স্মিথ। এবার অস্কারের একাডেমি থেকে বেরিয়ে যেতে হল উইল স্মিথকে। শুক্রবার তিনি পদত্যাগ করলেন। এই পদত্যাগের সঙ্গে উইল স্মিথ বলেছেন, যে কাজ তিনি করেছেন, তা অত্যন্ত দুঃখজনক এবং ক্ষমার অযোগ্য।

বিজ্ঞাপন

এক বিবৃতিতে উইল স্মিথ বলেছেন, ‘আমি একাডেমির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। অন্য মনোনীত প্রার্থী এবং জয়ীদের আনন্দ করার সুযোগ থেকে বঞ্চিত করেছি। আমি অত্যন্ত দুঃখিত। আমি চাই, অ্যাকাডেমি নিজের মতো করে কাজ এগিয়ে নিয়ে যাক। চলচ্চিত্র জগত আরও সমৃদ্ধ হোক।’ পাশাপাশি তিনি বলেছেন, সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু বদলাবে। তিনিও চেষ্টা করবেন, ভবিষ্যতে যাতে এমন হিংসাত্মক কাজ থেকে নিজেকে দূরে রাখা যায়।

বিজ্ঞাপন

একাডেমির নীতিবিরুদ্ধ কাজ করার জন্যই উইল স্মিথকে পদত্যাগ করতে হল। এর আগে অল্প কয়েক জনকেই এইভাবে পদত্যাগ করতে বাধ্য করা হয়। সেই তালিকায় রয়েছেন হার্ভি উইনস্টেন, রোমান পোলানস্কি, বিল কসবি এবং কারমাইন কারিডি। পঞ্চম ব্যক্তি হিসাবে এই তালিকায় ঢুকে পড়লেন উইল স্মিথ।

সারাবাংলা/এএসজি

উইল স্মিথ ক্রিস রক চড় মারার মাশুল- অস্কার থেকে উইল স্মিথের পদত্যাগ

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর