Sunday 12 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অভিষেকের মৃত্যুর পর অর্থকষ্টে পরিবার!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ মার্চ ২০২২ ১৮:২২ | আপডেট: ৩০ মার্চ ২০২২ ১৮:৫৫

গত বৃহস্পতিবার ভোররাতে আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন ভারতের বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়। ইতিমধ্যেই দীর্ঘ ছয়দিন অতিক্রান্ত। ৫৭ বছর বয়সি এই অভিনেতার মৃত্যুটা এখনও মেনে নিতে পারছেন না তার গুণমুগ্ধ ভক্তরা।

সেই মৃত্যুর পর থেকেই নানান গুঞ্জন আর রটনা টলিগঞ্জ জুড়ে। অভিনেতার মৃত্যুর পর চরম অর্থকষ্টে ভুগছে প্রয়াত অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায় ও তাদের একমাত্র কন্যা। এমনকী ইন্ডাস্ট্রির বড় বড় তারকারা নাকি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এমনটাও কানাঘুষো শুরু হয়। এবার সব প্রশ্নের জবাব দিলেন অভিনেতার স্ত্রী সংযুক্তা চট্টোপাধ্যায়।

বিজ্ঞাপন
প্রয়াত অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্ট লেখেন সংযুক্তা

প্রয়াত অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্ট লেখেন সংযুক্তা

বুধবার (৩০ মার্চ) প্রয়াত অভিনেতার ফেসবুক প্রোফাইল থেকে একটি দীর্ঘ পোস্ট লেখেন সংযুক্তা। আর সেখানেই এই মিথ্যা খবর নিয়ে ক্ষোভ উগড়ে দেন তিনি। প্রয়াত তারকার স্ত্রী লেখেন, ‘আমি সংযুক্তা। অভিষেকের স্ত্রী। এই মুহূর্তে আপনাদের সবার কাছে আমার একটাই অনুরোধ, ওর মেয়ে সাইনা এবং আমাকে এই কঠিন সময়ে একটু পার্সোনাল স্পেস দিন। এই শোকে আমাদের একটু একা থাকতে দিন। বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলে যে গুজব ঘুরছে তা দয়া করে বিশ্বাস করবেন না। অভিষেক একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি চলে গেছেন আমাদের ছেড়ে, কিন্তু নিজের পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করে গেছেন। ওর কাছে পরিবারই সব ছিল। উনি এটি নিশ্চিত করে গেছেন, যে ওর অবর্তমানে আমাদের কারও যাতে কোনও আর্থিক কষ্ট না থাকে। নীতিবোধ চরম ছিল ওর। জীবনে কখনও কারও থেকে হাত পেতে সাহায্য চাননি। এই মুহূর্তে ওর সেই নীতিগুলোকে মর্যাদা জানানো উচিত আমাদের।’

বিজ্ঞাপন

সংযুক্তা আরও উল্লেখ করেন, তিনি নিজেও আর্থিক দিক থেক যথেষ্ট সক্ষম। লেখেন, ‘আমি ব্রিটিশ যুক্তরাজ্য স্থিত একটি ফিনটেক সংস্থায় কর্মরত। একটা কথা আবার বলে রাখি… অভিষেক চট্টোপাধ্যায়ের পরিবারের কোনও আর্থিক সাহায্যের প্রয়োজন নেই। ওর কোনও প্রাক্তন সহ-কর্মী সেই সাহায্যের প্রস্তাব নিয়েও আসেননি। এই সবটাই মিথ্যে খবর। এই ধরনের খবরে ওর আত্মা কষ্ট পাবে। দয়া করে ওকে যেন আমরা নীতিবোধে অবিচল, নিষ্পাপ চরিত্রের মানুষ হিসেবেই মনে রাখি।’ অভিষেক চট্টোপাধ্যায়ের স্ত্রীর একান্ত অনুরোধ- সবাই যেন ট্রেন্ডিং গুজবে কান না দেয়, পাশাপাশি এই কঠিন সময়ে যারা তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তাদের ধন্যবাদ জানান সংযুক্তা।

মৃত্যুর আগের রাতেও স্ত্রী সংযুক্তার সঙ্গে স্টার জলসার নতুন রিয়ালিটি শো ‘ইস্মার্ট জোড়ি’র শ্যুটিং করেছেন অভিষেক। সেখানেই অসুস্থবোধ করলে চিকিত্সকরা তাকে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছিলেন। দুদিন আগে থেকেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিনেতা। তবে হাসপাতালে যেতে রাজি হননি তিনি, বাড়িতেই স্যালাইন তিনি চান। কিন্তু বাড়িতে প্রাথমিক চিকিৎসা শুরু করা যায়নি। কয়েকঘন্টার মধ্যেই মৃত্যুর কোলে ঢোলে পড়েন এই তারকা।

অভিষেক অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হলো- ‘পথভোলা’, ‘সুরের আকাশে’, ‘পাপী’, ‘শেষ প্রতীক্ষা’, ‘সীমান্ত পেরিয়ে’, ‘রাত্রি শেষের তারা’, ‘আলো’ ইত্যাদি। এছাড়া ‘টাপুর টুপুর’, ‘চোখের তারা তুই’, ‘ফাগুন বৌ’, সহ বহু জনপ্রিয় টিভি সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন। ২০১৫ সালে তাকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার প্রদান করে পশ্চিমবঙ্গ সরকার।

সারাবাংলা/এএসজি

অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় অভিষেকের মৃত্যুর পর অর্থকষ্টে পরিবার!

বিজ্ঞাপন

এক মিনিটে নেইমারের আয় ৩০ কোটি!
১২ জানুয়ারি ২০২৫ ১৫:৪০

আরো

সম্পর্কিত খবর