Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়েট লিফটিং ফেইরি কিম বক জু-এর নতুন পর্ব আসছে

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
৩০ মার্চ ২০২২ ১৭:৪৩ | আপডেট: ২১ মে ২০২২ ১৫:২৯

চরকিতে আবার মুক্তি পাচ্ছে বাংলায় ডাব করা কোরিয়ান সিরিজ ওয়েট লিফটিং ফেইরি কিম বক জু। আগামী ৩১শে মার্চ রাত ৭টা ৫৯মিনিটে মুক্তি পাবে হাই-স্কুল ড্রামা কোরিয়ান এই সিরিজটি।

বর্তমানে বাংলাদেশি তরুণ প্রজন্মের মধ্যে কোরিয়ান কনটেন্টের বেশ জনপ্রিয়তা রয়েছে। সেই সঙ্গে স্পোর্টসও রয়েছে তাদের পছন্দের তালিকায়। সেই কথা মাথায় রেখেই গত ২৪ ফেব্রুয়ারি চরকি কোরিয়ান এই সিরিজের প্রথম ৭ পর্ব বিশ্বব্যাপী মুক্তি দিয়েছিল। তারপর ৮ মার্চ মুক্তি পেয়েছিল আরও ৭ পর্ব।

বিজ্ঞাপন

হিয়োং জোং ওহ’র পরিচালনায় ওয়েট লিফটিং ফেইরি কিম বক জু কোরিয়ান সিরিজটির আরও ৭ পর্ব মুক্তি পেতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার। বাকি পর্বগুলো পরবর্তীতে মুক্তি দেয়া হবে।

বক জু’র স্বপ্ন একদিন বড় ওয়েট লিফটার হয়ে গোল্ড মেডেল জিতবে। চ্যাম্পিয়ন হতে হলে বক জু’কে দিনরাত অনুশীলন করতে হবে। তবে এর মধ্যে হঠাৎ প্রেমে পড়ে যায় সে। প্রেমের জন্য সময় নেই তার। কিন্তু প্রেমও তো আর বলে কয়ে আসে না! এমন এক দ্বিধায় দিন কাটে বক জু’র। সে কি পারবে তার প্রেম ও স্বপ্ন দুটোই পূরণ করতে?
সিরিজটিতে দেখা যাবে লি সাং কিওং, নাম জু হিয়াক, লি জেয় ইউন, কিউং সু জিনসহ আরও অনেককেই।

ওয়েট লিফটিং ফেইরি কিম বক জু ২০১৭ সালে মুক্তি পাওয়া জনপ্রিয় কোরিয়ান রোমান্টিক কমেডি। বাংলাদেশের কে-পপ ভক্তদের কাছে বেশ সমাদৃত হয়েছিল এই সিরিজটি। এবার বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এটি সম্পূর্ণ বাংলা ডাবিংয়ে দেখা যাবে শুধুমাত্র চরকিতে।

সারাবাংলা/এজেডএস

ওয়েট লিফটিং ফেইরি বক জু চরকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর