Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রায় ৭০০ কোটির ঘরে ‘আরআরআর’

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ মার্চ ২০২২ ১৭:৪৮

বক্স অফিসে চুটিয়ে ব্যবসা করছে এসএস রাজামৌলীর ‘আরআরআর’। ৪০০ কোটির বাজেটে তৈরি এই ছবিটি চার দিনের মাথাতেই ভারতীয় মুদ্রায় ৫০০ কোটির কালেকশন অনায়াসে পার করে ফেলেছিল। পঞ্চম দিনেও রেকর্ড গড়ার নজির অব্যাহত থাকল। জানা গেছে মাত্র পাঁচ দিনেই ৬০০ কোটির ব্যবসা করে ফেলেছে এই ছবির তামিল, তেলুগু ও হিন্দি ভার্সন। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৮১ কোটি টাকা।

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ

বাহুবলী পরিচালকের ‘আরআরআর’ নিয়ে শুরু থেকেই উত্তেজনার পারদ ছিল চরমে। আর সেই প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল রাজামৌলি। গত শুক্রবার রিলিজ করেছে ‘রৌদ্রম রানাম রুধিরাম’ ওরফে ‘আরআরআর’।

বিজ্ঞাপন

এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে ধরা দিয়েছেন দুই বলি তারকা, আলিয়া ভাট ও অজয় দেবগণ। ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ জানিয়েছেন, এই ছবির হিন্দি ভার্সন পাঁচ দিনে মোট ১০৭ কোটি ৫৯ লাখ রুপির ব্যবসা করেছে।

প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল পরিচালক এসএস রাজামৌলি

প্রত্যাশা পূরণে পুরোপুরি সফল পরিচালক এসএস রাজামৌলি

তরণ আদর্শ আরও জানান, এই ছবির হিন্দি ভার্সন খুব সহজেই প্রথম সপ্তাহেই ‘বাহুবলী: দ্য বিগিনিং’-এর মোট আয় ছাপিয়ে যাবে। এটি রাজামৌলির তিন নম্বর ছবি হিসাবে হিন্দির বক্স অফিসে সেঞ্চুরি হাঁকাল। পাশাপাশি দক্ষিণী সুপারস্টার এনটিআর ও রামচরণের প্রথম ছবি হিসেবে হিন্দিতে ১০০ কোটির টিকিট বিক্রির নজির গড়ল।

সারাবাংলা/এএসজি

আরআরআর এস এস রাজামৌলী প্রায় ৭০০ কোটির ঘরে ‘আরআরআর’