Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এই মুহূর্তে অন্যতম চর্চিত হিন্দি ছবির নাম ‘পাঠান’!

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৩০ মার্চ ২০২২ ১৫:৫৭

শাহরুখ খান- যাকে বলা হয় বলিউডের মুকুটহীন ‘বাদশা’। নতুন প্রজন্মের অভিনেতাদের কাছে যিনি একমাত্র ‘আইডল’। নিজের লম্বা ফিল্মি কেরিয়ারে তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন ‘কিং খান’ খ্যাত এই অভিনেতা। ২০১৬ সালের ৩০ আগস্ট- সোশ্যাল মিডিয়ায় নিজের নতুন ছবির ঘোষনা দিয়েছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবির নাম- ‘জিরো’। দুই নায়িকা আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে সঙ্গে নিয়ে এই ছবিতে অভিনয় করেছিলেন বলিউড বাদশা শাহরুখ খান। আনন্দ এল রাই পরিচালিত এই ছবিটি বক্স অফিসে চূড়ান্ত ভাবে ব্যর্থ হয়। এরপর আর কোন ছবি করেননি শাহরুখ। লম্বা বিরতির পর ছবি নিয়ে হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ‘পাঠান’ নামে চলচ্চিত্রটি ঘিরে এরই মধ্যে দর্শকদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন

বলা হচ্ছে, এই মুহূর্তে হিন্দি ছবি প্রেমিদের অন্যতম চর্চিত বিষয়ের নাম ‘পাঠান’। শাহরুখ খান-এর এই কামব্যাক ছবি ঘিরে উত্তেজনার পারদ ক্রমশ বেড়েই চলেছে দর্শকদের মধ্যে। শাহরুখ ছাড়াও এই ছবিতে অন্যতম দুই মুখ্যচরিত্রে রয়েছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম।

সম্প্রতি, স্পেনে ১৭ দিনের শ্যুটিং শিডিউল শেষ হয়েছে ‘পাঠান’-এর। এবার এই ছবি নিয়ে মুখ খুললেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। খোলাখুলি জানালেন, ‘পাঠান’-কে ভারতীয় ছবির ইতিহাসে সবথেকে থেকে জমজমাট ছবি বানাতে চান তিনি! বললেন, ‘তারা যা আশা করেছিলেন, তার থেকেও বেশি ভালো হয়েছে।’ সিদ্ধার্থ আনন্দের মতে, এই ছবি যেহেতু সবদিক থেকেই বড়, তাই প্রথম থেকেই সবদিকেই যে তা বজায় থাকে সেই চেষ্টাই করে যাচ্ছেন তিনি। এই মুহূর্তে ছবির কাজ ঠিক সেভাবেই এগোচ্ছে দেখে বেশ নিশ্চিন্ত তিনি। এছাড়াও, এত বড় মাপের ছবির শ্যুটিং ও যাবতীয় কাজ যে কোনও ঝঞ্ঝাট ছাড়াই বেশ মসৃণ গতিতে চলেছে, সেটি দেখেও বেজায় নিশ্চিন্ত তিনি।

পরিচালক সিদ্ধার্থ আরও জানান, ‘পাঠান’-এর সুবাদেই ৪ বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ। তাই স্বভাবতই এই ছবি ঘিরে দর্শকদের উন্মাদনা তুঙ্গে। তাই এই ছবিকে তাদের মনমতো করার জন্য ঠিক যা যা করা প্রয়োজন, তিনি ঠিক তাইই করছেন। জানালেন, ভারতীয় ছবির ইতিহাসে এই ছবিকে সবথেকে জমাটি ছবি করে তোলাই তার লক্ষ্য!

সারাবাংলা/এএসজি

এই মুহূর্তে অন্যতম চর্চিত হিন্দি ছবির নাম ‘পাঠান’! শাহরুখ খান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর