Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনন্ত জলিলের পর মোশাররফ করিম

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২২ ১৭:৫২

‘নিঃস্বার্থ ভালোবাসা’ নামে একটি ছবিতে অভিনয় করেছিলেন অনন্ত জলিল। ব্যবসা সফল ছবিটির ইংরেজি নাম ছিল ‘ হোয়াট ইজ লাভ’। এবার একই নামে একটি ৭ পর্বের ঈদে ধারাবাহিকে অভিনয় করেছেন মোশাররফ করিম। এতে তার সঙ্গে জুটি হয়েছেন সারিকা সাবা।

‘হোয়াট ইজ লাভ’ নির্মিত হয়েছে গোলাম রাব্বানীর রচনা ও তুহিন হোসেনের পরিচালনায়।

নির্মাতা জানান, সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং শেষ হয়েছে রোমান্টিক কমেডি গল্পের এই নাটকটির।

এ নাটকে বিদেশ ফেরত একজন প্রবাসীর চরিত্রে দেখা যাবে মোশাররফ করিমকে। আর বিয়ে পাগল একজন নারীর চরিত্রে সারিকা সাবা।

তুহিন হোসেন বলেন, ‘দেখুন আমি মনে করি ভালোবাসার নির্দিষ্ট কোনো সংজ্ঞা আসলে নেই। এক একজনের কাছে ভালোবাসা এক একরকম। প্রত্যেকে তার মতো করে ভালোবাসার একটা সংজ্ঞা তৈরি করে নেয়। সে তার মতো করেই ভালোবাসে। এই যে প্রতিটি মানুষ যে ভালোবাসার নানান সংজ্ঞা তৈরি করেছে এটাকেই আমরা হোয়াট ইজ লাভ বলতে চেয়েছি।’

এনটিভির ঈদ অনুষ্ঠানমালায় নাটকটি ঈদের ৭ দিন প্রচারের কথা রয়েছে।

বিশেষ এই ঈদ ধারাবাহিকটিতে আরও অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু,আহসান হাবিব নাসিম, রোবেনা রেজা জুঁই, মাইমুনা মম, শহিদুল্লাহ সবুজ।

সারাবাংলা/এজেডএস

অনন্ত জলিল মোশাররফ করিম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর