Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্কারে সেরা ছবি ‘কোডা’, অভিনয়ে স্মিথ-জেসিকা

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২৮ মার্চ ২০২২ ১৭:৪১

দেওয়া হলো ৯৪তম অস্কার। সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউড অ্যান্ড হাইল্যান্ড সেন্টারের ডলবি থিয়েটারে তারকাদের হাতে তুলে দেওয়া হলো অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কার।

এবার সেরা ছবির পুরস্কার জিতেছে ‘কোডা’। সেরা অভিনেতা হয়েছেন ‘কিং রিচার্ড’ ছবির জন্য উইল স্মিথ। ‘দ্য আইস অব টেমি ফেই’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার নিলেন জেসিকা চ্যাস্টেইন।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আমেরিকান তিন অভিনেত্রী রেজিনা হল, অ্যামি শুমার এবং ওয়ান্ডা সাইকস। আর পুরস্কার দেওয়া হয়েছে ২৩টি শাখায়।

এ নজরে প্রধান প্রধান বিভাগ—

সেরা চলচ্চিত্র: কোডা

সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)

সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসার (কোডা)

সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা মৌলিক চিত্রনাট্য: কেনেথ ব্রানা (বেলফাস্ট)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: শন হেডার (কোডা)

সেরা চিত্রগ্রহণ: গ্রেগ ফ্রেজার (ডুন)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনচান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)

সেরা প্রামাণ্যচিত্র: সামার অব সৌল (…অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)

সেরা মৌলিক গান: বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল (নো টাইম টু ডাই)

সেরা মৌলিক আবহ সংগীত: হ্যান্স জিমার (ডুন)

সম্মানসূচক অস্কার: আমেরিকান অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন, অভিনেত্রী-নির্মাতা এলায়েন মে ও নরওয়ের অভিনেত্রী-নির্মাতা লিভ আলম্যান

বিজ্ঞাপন

জিন হার্শোল্ট হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড: আমেরিকান অভিনেতা ড্যানি গ্লোভার

সারাবাংলা/এজেডএস

৯৪তম আসর অস্কার ২০২২

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর