Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর পর রেডিওতে মিলন

এন্টারটেইনমেন্ট করেসপন্ডেন্ট
২১ মার্চ ২০২২ ১৬:৪৩

মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্র সব জায়গায় অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন। বাংলাদেশ বেতারে তালিকাভুক্ত হয়েছিলেন। অথচ শিল্পের এ মাধ্যমে কখনও অভিনয় করা হয়ে উঠে এ জনপ্রিয় শিল্পীর। তালিকায় নাম উঠার ২০ বছর পর রেডিও নাটকে অভিনয় করলেন মিলন।

‘সূর্যোদয়ের আগে সূর্যাস্তের পরে’ শিরোনামের নাটকটি রচনা করেছেন তারেক মঞ্জুর এবং প্রযোজনা করছেন সৈয়দা ফরিদা ফেরদৌসী যাত্রী।

এতদিন বেতারের নাটকে কেন কাজ করেননি তা ব্যাখ্যা করে মিলন বলেন, ‘২০০২ সালে বেতারে শিল্পী হিসেবে তালিকাভুক্ত হই। কিন্তু সময়ের কারণে কাজ করা হয়ে উঠেনি। এবার সময় পেলাম তাই বেতারের জন্য একটা নাটকে কাজ করলাম। নাটকটিতে আমি সূত্রধর চরিত্রে অভিনয় করছি। বেতারে ইন্টারভিউ দিয়েছি, টকশোগুলোতে কথা বলেছি। কিন্তু এই প্রথম নাটকে কাজ করে অনেক ভালো লাগছে।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে মিলন বলেন, ‘এটা নতুন চ্যালেঞ্জ, আমরা সাধারণত যেভাবে অভিনয় করি তেমনটা ছিল না। এইখানে কণ্ঠ দিয়ে সবকিছু করতে হয়। আশা করছি, নাটকটি শ্রোতাদের ভালো লাগবে।’

সারাবাংলা/এজেডএস

আনিসুর রহমান মিলন রেডিও

বিজ্ঞাপন

বিপিএলে ছক্কার রেকর্ড
৬ জানুয়ারি ২০২৫ ১৯:৪১

আরো

সম্পর্কিত খবর