Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘স্কয়ার সুরের সেরা’ হলেন জয়প্রকাশ

এন্টারটেইনমেন্ট ডেস্ক
২০ মার্চ ২০২২ ২০:৪৪

পেশাগত কাজে দক্ষতা অর্জনের পাশাপাশি যারা শখের বশে গান করেন, স্কয়ার গ্রুপের সেসব প্রতিভাবান সংগীতশিল্পীদের বড় মঞ্চে গান করার সুযোগ করে দেয়ার জন্য সম্প্রতি আয়োজন করা হয়েছিল রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। ১৯ মার্চ (শনিবার) আয়োজিত হয়ে গেল এই আয়োজনের গ্র্যান্ড ফিনালে।

‘হারিয়ে যাও গানের টানে’-এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত ‘স্কয়ার সুরের সেরা’র মূল বিচারক ছিলেন সুরকার, সংগীতশিল্পী এস আই টুটুল, সংগীতশিল্পী ও স্থপতি রুমানা ইসলাম এবং সংগীত পরিচালক, সংগীতশিল্পী পিন্টু ঘোষ। তাদের রায়ে ‘স্কয়ার সুরের সেরা’ হয়েছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জয় প্রকাশ। ১ম রানার আপ হয়েছেন একই প্রতিষ্ঠানের মুমু, ২য় রানার আপ স্কয়ার ফুড এন্ড বেভারেজ লিমিটেডের আরিফুল, ৪র্থ স্থান অর্জন করেছেন একই প্রতিষ্ঠানের আনোয়ার ও ৫ম স্থান অধিকার করেছেন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের জুঁই।

বিজ্ঞাপন

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু। বিজয়ী ‘স্কয়ার সুরের সেরা’ শিরোপা জয়ের পাশাপাশি পেয়েছেন নগদ ৫ লক্ষ টাকা। এছাড়াও ১ম রানার আপ ৩ লক্ষ টাকা, ২য় রানার আপ ১ লক্ষ টাকা এবং ৪র্থ ও ৫ম স্থান বিজয়ীর প্রত্যেকে পেয়েছেন ৫০ হাজার টাকা।

‘স্কয়ার সুরের সেরা’র গ্র্যান্ড ফিনালের আয়োজন শুরু হয় দেশের গানের সাথে নৃত্য পরিবেশনা দিয়ে। ইভান শাহরিয়ার সোহাগের নৃত্য পরিচালনায় নৃত্য পরিবেশন করেন সময়ের জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। এছাড়াও সদ্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া গানের জুটি কনা-ইমরান তাদের পুরস্কার বিজয়ী গান পরিবেশন করেন।

বিজ্ঞাপন

গত ৭ জানুয়ারি থেকে মাছরাঙা টেলিভিশনে প্রচার শুরু হয়েছিল জনপ্রিয় এই রিয়েলিটি শো ‘স্কয়ার সুরের সেরা’। প্রায় সহস্রাধিক স্কয়ার পরিবারের সদস্যরা অডিশন রাউন্ডে অংশ নেন। শুধু গান নয়, ‘স্কয়ার সুরের সেরা’য় গানের বাইরে অভিনয়, কবিতা এবং বহুমুখী গুণেও নিজেদের প্রতিভা দেখিয়েছেন প্রতিযোগীরা।

সারাবাংলা/এএসজি

‘স্কয়ার সুরের সেরা’ হলেন জয়প্রকাশ স্কয়ার সুরের সেরা

বিজ্ঞাপন

এক বছর পর ভারত দলে ফিরলেন শামি
১১ জানুয়ারি ২০২৫ ২২:৩৮

আরো

সম্পর্কিত খবর